সোমবার, ০১ ফেব্রুয়ারী, ২০১৬, ০৪:২১:১২

বিয়ে প্রসঙ্গে এখন কি বলবেন পরীমণি?

বিয়ে প্রসঙ্গে এখন কি বলবেন পরীমণি?

বিনোদন ডেস্ক : পরীমনির বিয়ে নিয়ে ঢালিউড পাড়া সহ পুরো মিডিয়াঙ্গনেই চলছে তুমুল আলোচনা। প্রথমবার ইসমাইল নামে যে ব্যাক্তিকে স্বামী হিসেবে দাবী করা হয়েছিল তা অস্বীকার করে সংবাদ মাধ্যমকে ব্যাঙ্গ করে পরীমনি পাল্টা একটি স্ট্যাটাস দিয়েছিলেন।

এদিকে পরীমনির সেই স্ট্যাটাস দেয়ার কয়েক ঘন্টার মধ্যে শাকিল নামের নতুন আরেকজন ফেসবুকার সৌরভ নামের একজনের সাথে পরীমনির কিছু অন্তরঙ্গ ছবি পোস্টসহ একটি লেখার মাধ্যমে দাবী করেন, পরীমনি সৌরভ কবীর নামের ব্যাক্তির বিবাহিত স্ত্রী। এমনকি তারই প্রমাণপত্র সহ তাদের বিয়ের কাবিননামাও প্রকাশ করেছেন।

এ দিকে পরীমনির স্বামী দাবীদার একজন ভোলার সদর রোডের ইসমাইল। আরেকজন যশোরের কেশবপুরের। শাকিল তার স্ট্যটাসে দাবী করেছেন, সৌরভের সাথে পরীমনির বিয়ে হয়েছে ২০১২ সালের ১৮ এপ্রিলে। সে আরও দাবী কেরন, তারা এখনও স্বামী স্ত্রী আছেন। তবে বিয়েটা তারা প্রকাশ করেন নি ক্যারিয়ারের কথা মাথায় রেখে। অন্যদিকে ভোলার ইসমাইলের পক্ষ থেকে ওই কিছু ছবি ছাড়া তেমন কিছু প্রমাণপত্র পাওয়া যায়নি।

এদিকে এ ঘটনার পর এখনও পরীমনির পক্ষ থেকে কোন রকম বক্তব্য পাওয়া যায়নি। তবে এ নিয়ে নানা গুঞ্জনে মিডিয়া পাড়া সরগরম হয়ে আছে।

অপরদিকে অনেকেই বলছেন, যে জল্পনা শুরু হয়েছে আসলে এর মূল কারণটা কি, সে রহস্য পরীমনিকেই ভেদ করতে হবে। তবে কাবিননামা এবং সৌরভের সাথে অন্তরঙ্গ ছবি প্রকাশের পর এখন অনেকেই নিশ্চিত যে, সৌরভই পরীমনির স্বামী।

তবে বিয়ে নিয়ে পরীমনি কি বলবেন? এখন সেটাই জানার অপেক্ষায় আছেন পরীমনির ভক্ত অনুরাগিসহ অনেকেই।

১ ফেব্রুয়ায়ি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে