বিনোদন ডেস্ক : যৌথ প্রযোজনার ছবিতে ঢাকাই সিনেমার কিং শাকিব খান অভিনয় করবেন। এমন খবর প্রকাশ হয়েছিল বেশ আগে। তবে তিনি সেসময় বলেছিলেন, যৌথ প্রযোজনার নীতিমালাটা ঠিকঠাক মত মানা হলেই তিনি অভিনয় করবেন, নয় তো না।
এদিকে এবার ছবিরি কাস্টিং দেখে অনেকেই ভাবতে শুরু করেছেন যে, এবার হয় তো যৌথ প্রযোজনার নিয়মটা ঠিকঠাক মতো মেনেই ছবি নির্মাণের প্রস্তুতি নেয়া হচ্ছে।
কেন না, এতদিন যৌথ প্রযোজনার ক্ষেত্রে নায়ক-নায়িকা নির্বাচনের ক্ষেত্রে দেখা গেছে, বাংলাদেশের মেয়ে আর কলকাতার ছেলে। তবে এবারই ঘটছে এর ব্যতিক্রম। অর্থাৎ এবার বাংলাদেশের ছেলে আর কলকাতার মেয়ে নেয়া হচ্ছে এবারের যৌথ প্রযোজনার ছবিতে।
জানা গেছে, বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও কলকাতার এসকে মুভিজের পরবর্তী ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন ঢাকাই ছবির কিং শাকিব খান ও কলকাতার জনপ্রিয় নায়িকা শ্রাবন্তী।
ছবির নাম অবশ্য এখনও ঠিক হয়নি। তবে এ ছবি চিত্রনাট্য লেখা শেষ হয়েছে। চিত্রনাট্যও লেখা হয়েছে যৌথভাবে। এটি লিখেছেন বাংলাদেশের বাংলাদেশের আবদুল্লাহ জহির বাবু ও কলকাতার পেলে চ্যাটার্জি।
এ ব্যাপারে এসকে মুভিজের ব্যবস্থাপনা পরিচালক অশোক ধনুকা জানিয়েছেন বলেন, ‘গত মাসে শাকিবের সঙ্গে চুক্তি হয়ে গেছে। আর শ্রাবন্তীর সঙ্গে কথাবার্তা প্রায় চূড়ান্ত। তবে এখনো চুক্তি করা হয়নি। ঠিকঠাক থাকলে শিগগিরই চুক্তি হয়ে যাবে। তবে চুক্তি না হওয়া পর্যন্ত নিশ্চিত করে বলছি না।’
এ ব্যাপারে শ্রাবন্তী জানিয়েছেন, ‘যৌথ প্রযোজনার এই ছবির কাজের ব্যাপারে কথাবার্তা প্রায় ৯০ ভাগ এগিয়েছে। আর তাদের সঙ্গে আমার কাজ করার ইচ্ছা আছে।’
এর আগে আগে বলা হয়েছিল এ ছবিতে শাকিবের বিপরীতে শুভশ্রী নয় তো শ্রাবন্তী থাকছেন। তবে শেষতক শ্রাবন্তীকেই নিশ্চিত করা হয়েছে। তাহলে এবার পর্দায় শ্রাবন্তীর সাথে শাকিব খানের রোমান্স দেখার অপেক্ষা।
১ ফেব্রুয়ায়ি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন