সোমবার, ০১ ফেব্রুয়ারী, ২০১৬, ০৫:১৬:৫৩

অবশেষে কথিত দুই স্বামী নিয়ে যা বললেন পরীমণি

অবশেষে কথিত দুই স্বামী নিয়ে যা বললেন পরীমণি

বিনোদন ডেস্ক : ফেসবুকে পরীমনির কথিত স্বামী দাবী করে যে ছবি আর পোস্ট করা হয়েছে সে প্রসঙ্গে মুখ খুলেছেন ঢাকাই সিনেমার এই গ্লামারগার্ল।

তার মতে কোন একটি চক্র তাকে খেপিয়ে তোলার জন্যই এমনটা করেছেন। তবে এসব যারা করছেন তাদের বিরুদ্ধে মামলা করা হবে বলেও এই অভিনেত্রী একটি শীর্ষ দৈনিককে জানিয়েছেন।

ফেসবুকে ছবি প্রকাশিত হওয়ার পর থেকে পরীমনির মোবাইলে একের পর এক ফোন আসতে থাকে। এ নিয়ে তিনি ওই দৈনিককে জানিয়েছেন, হঠাৎ করেই আমার কাছে মারাত্মক হারে ফোন আসা বেড়ে যায়। ফোন আসা বেড়ে যাওয়ায় ভাবলাম, কী এমন হলো যে এত ফোন আসছে! পরে দেখলাম ফেসবুকে ‘ইসমাইল’ নামের একজনের সঙ্গে আমার কিছু ছবি প্রকাশ করা হয়েছে। তাকে আমার ‘স্বামী’ হিসেবেও পরিচয় করিয়ে দেওয়া হয়েছে। চারদিকে এসব নিয়ে এত আলোচনা, আজ সকালে ঘুম থেকে উঠে মনে হচ্ছে, আমি সুপারস্টার হয়ে গেছি।

পরীমনির দাবী, তিনি অল্প কিছু সময় ধরে চলচ্চিত্রে কাজ করছেন। আর এই অল্প সময়ে তিনি ভালো কয়েকজন নির্মাতার সিনেমায় অভিনয় করার সুযোগ পেয়েছেন। এছাড়া তিনি অভিনয়ের মাধ্যমে সফলও হয়েছেন। তাই তার পিছনে কেউ লেগেছেন।

তিনি বলেন, চলচ্চিত্রে আমি যদি কোনো বিষয়ই (সাবজেক্ট) না হতাম, তাহলে কেন এভাবে কেউ আমার পেছনে লাগবেন। আমার বাসার কাজের বুয়ার পেছনে তো কেউ লাগবে না। তাই ব্যাপারটা নিয়ে শুরুতে বিচলিত হলেও এখন আর মাথাই ঘামাচ্ছি না। এত দিন আমার মনেই হয়নি আমি সুপারস্টার। আজ যখন আমাকে জড়িয়ে এসব ফালতু বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, তখন মনে হচ্ছে সত্যিই আমি সুপারস্টার।

কথিত স্বামী ইসমাইল প্রসঙ্গে পরীমনি বলেন, এই লোকটি আমার আত্মীয়ও না, বন্ধুও না। সে আমার পরিচিত। পরিচিত মানুষের সঙ্গে আমি কি ছবি তুলতে পারি না! কার মনে কী উদ্দেশ্য, তা তো আর আমি জানি না। নিশ্চয় কেউ এই বিষয়টাতে ইন্ধন জোগাচ্ছে।

পরীমনি প্রশ্ন রেখে বলেন, তা না হলে হঠাৎ করে অনেক আগের তোলা এই ছবিগুলোকে কেন সামনে নিয়ে আসা হলো! চলতি সপ্তাহে আমার নতুন ছবি ‘পুড়ে যায় মন’ মুক্তি পায়। শুনেছি ব্যবসায়িকভাবেও ছবিটি বেশ ভালো ব্যবসা করছে। তাই আমার বিরুদ্ধে অপপ্রচারের জন্য মহলটা এই সময়কে বেছে নিয়েছে।

তবে পরীমনি জানিয়েছেন এই ইসমাইলের সাথে জাস্ট পরিচয় আছে কিন্তু বিয়ের বিষয়টা গুজব। তিনি দাবী করেছেন, কারো সাথে পরিচয় থাকা মানেই তো এই না যে তার সঙ্গে আমার প্রেম ছিল, সম্পর্ক ছিল আর বিয়েও হয়েছে!

তিনি বলেন, তার (ইসমাইল) কিন্তু সংসার আছে, বউ আছে। ছবিগুলো দিয়ে একটা খারাপ উদ্দেশ্যে কাজটা করা হয়েছে।

এদিকে পরে সৌরভ নামের যার সাথে ছবি ও কাবিননামা প্রকাশ হয়েছে এ নিয়ে পরীমনি নিজেই বিস্মিত। তিনি দাবী করেছেন, পরের ছবির মেয়েটি তিনি নন!

পরীমনি দাবী করেছেন, পরের পোস্টের ছবির মানুষটা আমি না, এটা নিশ্চিত করতে চাই। একদম পরিকল্পনা করেই কেউ আমার বিরুদ্ধে লেগেছে। কেউ তো বলছে, আমার বিয়ে হয়েছে। তারা কাবিননামা পেয়েছেন। আজকাল কেউ চাইলে বিয়ের কাবিননামাও বানাতে পারেন। ২০১৬ সালে এসে এসব বোঝালে তো হবে না। মানুষ এসব খুব ভালো করেই বোঝে। এটা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র ছাড়া আর কিছুই না। তা না হলে, সকালে একজন আবিষ্কার হলো, বিকেলে হলো আরেকজন! ষড়যন্ত্র না হলে এটা কেমন করে সম্ভব।

তবে কারা ষড়যন্ত্র করছেন বা করতে পারেন এ ব্যাপারে তিনি খোলাসা করে কিছু বলেন নি। তবে তিনি আশা করছেন এটা যারাই করুক তাদের তিনি ঠিক খু*জে বের করতে পারবেন।

তবে তিনি দৃঢ়চিত্তে বলেছেন, ফেসবুকে এ ধরনের উল্টাপাল্টা পোস্ট দিয়ে আমাকে দমানো যাবে না। সবাইকে আশ্বস্ত করে বলতে চাই, ফেসবুকের ছবিগুলো ফটোশপের মাধ্যমে এমনটা করা হয়েছে। আর ছবিগুলো এমনভাবে ফটোশপ করা! সবাই হয়তো মনে করতে পারেন, শুরুরটা বিশ্বাসযোগ্য করানো গেলে পরেরটাও করানো যাবে।

এ ব্যাপাগুলোকে ভিত্তিহীন ও তার বিরুদ্ধে পরিকল্পিত ষড়যন্ত্র দাবী কের তিনি জানিয়েছেন সকলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিবেন। তিনি তার অভিভাবকদের সাথে কথা বলে শিগগিরিই মানহানি মামলা করবেন।

পরীমনি বলেন, এদের আমি হাজতে ভরবই। থানার মধ্যে নিয়ে যাওয়ার পর পিঠের ওপর যখন দুইটা পড়বে, তখন সবকিছু গড়গড় করে বের হয়ে যাবে।

তবে তার ধারণা এসব ঘটনার পিছনে রাঘববোয়ালেরা আছে। আর যারা এসব রটাচ্ছে তাদেরকে গুটি বানানো হয়েছে। তবে তার আশা এদের ধরলেই মুল বেরিয়ে আসবে।
১ ফেব্রুয়ায়ি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে