বিনোদন ডেস্ক : বলিউড হিরো অক্ষয় কুমারকে বেদম পেটালেন তামিল ছবির নায়ক রজনীকান্ত। কিল, ঘুসি, লাথি এমন কোনো কিছুই বাদ যায়নি। একের পর এক মার আছ়ড়ে পড়েছে অক্ষয় কুমারের গায়ে। আর অক্ষয় কুমারও যেন হাদা রামের মতো মার খেয়েই যাচ্ছেন। এ নিয়েই শোরগোল পড়ে গিয়েছে বলিউডসহ গোটা ভারতে। কেন অক্ষয়কে পেটালেন রজনীকান্ত?
‘রোবট ২’ সিনেমায় রজনীকান্তের সঙ্গে অভিনয় করতে দেখা যাবে অক্ষয় কুমারকেও। এই কয়েকদিন আগেও রজনীকান্ত সম্পর্কে উচ্ছ্বসিত ছিলেন এই বলিউড হিরো। কিন্তু হঠাই এমন কি ঘটেগেলো যে, অক্ষয়কেই এমন ভাবে মারলেন রজনীকান্ত?
জানা গিয়েছে, এর আসল খবর, আসলে এটি কোনো বাস্তবের ঘটনা নয়। পুরো ঘটনাটিই ঘটেছে ‘রোবট ২’-এর সেটে। একসঙ্গে শ্যুট করছিলেন দু’জনে। তখন অ্যাকশন দৃশ্যের শ্যুটিং চলছিল। একদিকে নায়ক রজনীকান্ত, অন্যদিকে এই ছবির ভিলেন অক্ষয় কুমার। হিরো মেরে ভিলেনকে সাহেস্তা করেবেন, তাতে আর আশ্চর্য হওয়ারই কি আছে! হ্যাঁ, ঠিক এমনি একটি ঘটনা ঘটেছে।
রজনীকান্তের হাতে মার খেয়ে কি বলছেন অক্ষয় জানেন? বলেছেন, ‘মনে হচ্ছে একেবারে টপ অফ দ্য ওয়ার্ল্ড। এই ভাবে লাথি-ঘুসি খেয়ে বেশ ভাল লেগেছে। জীবনে বহুবার এই কাজ আমি করেছি। আর রজনীকান্তের মতো সুপারহিরোর কাছে মার খাওয়া তো একজন ভিলেনের কাছে সৌভাগ্যের বিষয়।’
অক্ষয় জানাচ্ছেন, ভিলেনের ভূমিকায় অভিনয়ের জন্য বাড়তি কোনো প্রস্তুতি নেননি তিনি। সেই সঙ্গে বলেছেন প্রথমবার রজনীকান্তের সঙ্গে দেখা করার অভিজ্ঞতা। বলেছেন, ‘ওঁর জন্য প্রায় পনেরোজন লোক অপেক্ষা করছিলেন। সকলে চুপচাপ ওঁকে দেখছিলেন। রজনী স্যার চা খাচ্ছিলেন। ওঁর ট্রাউজার্সে ধুলো লেগেছিল। উনি ঝেড়ে ফেলেন সেই ধুলো। ওঁর দেখাদেখি আমিও ধুলো ঝাড়লাম। কিন্তু আমার দিকে কেউ ঘুরেও তাকালেন না।’
১ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই