বিনোদন ডেস্ক : অনেকেই আশা করেছিলেন জনপ্রিয় ব্রিটিশ ব্যান্ড কোল্ডপ্লে’র মিউজিক ভিডিও ‘হিম ফর দ্য ইউকেন্ড’-এর মিউজিক ভিডিওটি নিয়ে।
এতে বলিউড অভিনেত্রী সোনম কাপুর এবং বিখ্যাত পপ সংগীত শিল্পী বিয়ন্সে নোলসকে দেখা যাবে একদম অন্য রূপে। আর সোনম ভক্তরাও মুখিয়ে ছিলেন ওই ভিডিওটি নিয়ে। তবে ভিডিওটি দেখে হতাশ হয়েছেন ভারতীয়রা। আর এতেই শুরু হয়েছে বিতর্ক।
সোনম ভক্তদের মাঝে উচ্ছ্বাসের কমতি ছিল না এ ভিডিওটি নিয়ে। এখানে তাদের কাছে বাড়তি পাওনা ছিল কোল্ডপ্লে’র মতো জনপ্রিয় ব্যান্ড। কিন্তু ভিডিওটির দেখার পর হতাশ হতে হয়েছে তাদের। কারণ তাদের মতে, গতানুগতিভাবেই ভারতকে তুলে ধরা হয়েছে এই মিউজিক ভিডিওতে। যা দেখে একদমই সন্তুষ্ট হতে পারেননি সোনম ভক্তসহ ভারতীয়রা।
এদিকে এই ভিডিওটি নিয়ে মাইক্রোব্লগিং সাইট টুইটারে শুরু হয়েছে বিতর্কের ঝড়। বলা হচ্ছে, প্রাশ্চাত্যের সিনেমা কিংবা মিউজিক ভিডিও সবখানেই দক্ষিণ এশিয়ার নেতিবাচক দিকগুলোই তুলে ধরা হয়। এই মিউজিক ভিডিওটিতেও তেমনটাই হয়েছে। এমনকি সোনমের নাম ব্যবহার করা হলেও তাকে ভিডিওটিতে তার উপস্থিতি ছিল একেবারেই নগন্য।
১ ফেব্রুয়ায়ি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন