রবিবার, ০৬ আগস্ট, ২০২৩, ১১:০৯:৩৫

আমি তাদের ভক্ত হয়ে থাকতে চাই: কৌশানী

আমি তাদের ভক্ত হয়ে থাকতে চাই: কৌশানী

বিনোদন ডেস্ক: টলিপাড়ার ব্যস্ত অভিনেত্রীদের মধ্যে অন্যতম কৌশানী মুখার্জী। আগামী ১১ অগাস্ট ওটিটি প্ল্যাটফর্ম জি-ফাইভে স্ট্রিমিং শুরু হতে চলেছে কৌশানীর আপকামিং ওয়েব সিরিজ ‘আবার প্রলয়’ এর। রাজ চক্রবর্তীর পরিচালনায় তৈরি এই সিরিজে প্রযোজকের ভূমিকায় রয়েছেন শুভশ্রী গাঙ্গুলী। 

‘আবার প্রলয়’ এর মুখ্য চরিত্রে কৌশানী ছাড়াও রয়েছেন শাশ্বত চট্টোপাধ্যায়, সায়নী ঘোষ, পরাণ বন্দ্যোপাধ্যায়, সোহিনী সেনগুপ্ত, ঋত্বিক চক্রবর্তী, গৌরব চক্রবর্তী, নুরসাত ফারিয়া, জুন মাল্য সহ অন্যান্যরা। ‘আবার প্রলয়’ সিরিজে একদম ভিন্ন লুকে দেখা গিয়েছে কৌশানীকে। 

শুধু লুক পরিবর্তনই নয়, আঞ্চলিক ভাষায় কথা বলতেও দেখা গিয়েছে অভিনেত্রীকে। ‘আবার প্রলয়’ সিরিজে এমন একটা চরিত্রে অভিনয়ের জন্য অনেকটাই প্রস্তুতি নিতে হয়েছে কৌশানীকে। শ্যুটিংয়ের জন্য বেশ কিছু দিন ধরে সুন্দরবনে থাকতে হয়েছে তাকে। 

যদিও এটি ছিল কৌশানীর জীবনে সুন্দরবন যাওয়ার প্রথম সফর। সুন্দরবন ভ্রমণের এত ভালো একটা সুযোগ এনে দেওয়ার জন্য পরিচালককে অনেক ধন্যবাদ জানিয়েছেন কৌশানী। কৌশানীর কথায়, ‘রাজ চক্রবর্তীকে অনেকটাই ধন্যবাদ। এই সিরিজে আমাকে বাছাইয়ের জন্য।’

নায়িকা বলেন, ‘টলিউডে অন্যান্য পরিচালকরা চেনা ছকের বাইরে গিয়ে অভিনেতাদের লুক নিয়ে বিশেষ এক্সপিরিমেন্ট করতে চাননা। রাজ নিজের মনের আদলে চরিত্রটি গঠন করে নিয়েছেন। রাজ আসলে একজন স্টারমেকার। কোন চরিত্রে একজন অভিনেতাকে মানাবে, সেটা ঠিক বুঝতে পারেন।’

সোশ্যাল মিডিয়ার জনপ্রিয়তার জেরে দিনে দিনে ট্রোলারের সংখ্য়া বেড়েই চলেছে। অভিনেত্রী নতুন ফটোশ্যুট করে নিজের সোশ্যাল পেজে শেয়ার করলেই তাকে ট্রোল হতে হয়। আবার কোনও স্টেজ শোতে গেলে নাচের সঙ্গে গান গাইলেও কটাক্ষের শেষ থাকেনা। 

এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে, ট্রোলারদের ভালোবেসে কাছে টেনে নেওয়ার কথা জানালেন কৌশানী। তিনি বলেন,  ‘ট্রোলারদের উপর তাই কখনই রাগ হয় না। বরং আমি তাদের ভক্ত হয়ে থাকতে চাই।’

কৌশানী মুখোপাধ্যায়ের কথায়, ‘আমি কোনও অনুষ্ঠানে গেলে অনেক সময় নাচের সঙ্গে গান গাইতে হয়। পরে সেই গান নিয়েই ট্রোলড হতে হয়। যারা অনুষ্ঠান দেখতে আসেন, তাদের অনুরোধেই তো গানটি করা হয়। সবার তো বোঝা উচিত, আমি সংগীত শিল্পী নয়, একজন অভিনেত্রী।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে