বিনোদন ডেস্ক : বর্তমান সময়ে বলিউডের সব থেকে ‘কিউটেস্ট গার্ল’ বলা চলে ‘বাজরাঙ্গি ভাইজান’ ছবিতে হারশালি ছরিত্রে অভিনয় করা ছোট্ট মুন্নীকে। বলিউডের ইতিহাস সৃষ্টি করা এই ছবিতে অভিনয়ের মাধ্যমে ইতিমধ্যেই এই হারশালি মালহোত্রা আরেকটি ইতিহাস সৃষ্টি করেছেন বলিউড পাড়ায়। কিছুদিন আগে এ ছোট্ট মুন্নী বলিউড সুপার হিরোইন মাধুরী দীক্ষিতকে অনুকরণ করে একটি ভিডিও তৈরি করেন। আর সেই ভিডিওটি ইন্টরনেটে রিলিজ হওয়ার সাথে সাথেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরালের মতো ছড়িয়ে পড়েছে!
তবে আর যাই বলেন, কিছুদিন আগে যেই হারশালির খোজও কেউ জিজ্ঞাস করতো না। কিন্তু ‘বজরঙ্গি ভাইজান’ সিনেমায় অভিনয় করার পর থেকে মিডিয়ার চোখ যেন কোনো ভাবেই এড়িয়ে চলতে পারছে না এই মুন্নী। আজ সে যাই কোরুক না কেন সবই খবরের পাতায় চলে আসে। কারণ তার অভিয়ন দিয়ে ভক্তদের মনের ঘরে এমন ভাবে জায়গা তৈরি করেছে। যেন সবাই এখন এই মুন্নীর ভক্ত হয়ে গিয়েছে। তবে মাধুরী দীক্ষিতকে অনুকরণ করে আরেকবার খবরের পাতায় এসে যেন তারই প্রমান রাখলেন এই ছোট্ট মুন্নী!
সম্প্রতি ইনস্ট্রাগ্রামে এই ছোট্ট মুন্নীর একটি ভিডিও ক্লিপ প্রকাশ হয়েছে। আর এই ভিডিওটিতে দেখে গেল বলিউডের সুপার জুটি মাধুরী দীক্ষিত এবং সালমান খান অভিনীত এক সময়ের সাড়া জাগানো হিট সিনেমা ‘হাম আপকে হ্যায় কৌন’-এর একটি গানের তালে তালে নাচতে। আর তাতেই খবরের শিরোনামে চলে আসে এই ছোট্ট হারশালি মালহোত্রা। এখন পুরো বলিউডসহ মিডিয়া পাড়ার চোখ যেন তারই দিকে।
উল্লেখ্য, কবির খান পরিচালিত এবং বলিউড সুপার স্টার সামলান খান এবং কারিনা কাপুর জুটি অভিনিত ২০১৫ সালেন হিট ছবি 'বাজরাঙ্গি ভাইজান'-এর একটি নেতৃস্থানীয় চরিত্রে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে আত্মপ্রকাশ করে এই ছোট্ট মুন্নি। ভারতে হারিয়ে যাওয়া এবং একজন ভারতীয় ধর্মপ্রাণ ব্রাহ্মণ পবন কুমার চতুর্বেদীর (সালমান খান) সাহায্যে স্বদেশে ফিরে যান। শাহিদা (মুন্নি) পাকিস্তানের মুসলিম মেয়ে ভূমিকায় অভিনয় করেছিল। আর এই ফিল্ম এর অডিশনের জন্য হাজির করা ৫,০০০ মেয়ের মধ্য সে নির্বাচিত হয়েছে এবং সমালোচকদের কাছে তার অভিনয়ের জন্য প্রশংসিত ছিল।
১ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই