বিনোদন ডেস্ক : নতুন বছরের দ্বিতীয় মাসে বলিউডে রিলিজ হতে চলেছে নানা ধরনের সিনেমা। প্রেমের মাসে বলিউডে ছোট, মাঝারি বাজেটের সিনেমায় ভাগ্যপরীক্ষা হবে সানি দেওল, ক্যাটরিনা কাইফ, সোনম কাপুর, মনোজ বাজপেয়িদের। সঙ্গে দেখা যাবে নতুন মুখের কয়েক জনকেও। দেখে নেওয়া যাক এক নজরে ফেব্রুয়ারিতে কোন কোন সিনেমা রিলিজ করছে।
৫ ফেব্রুয়ারি- ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে রিলিজ হতে চলেছে ১৯৯০ সালে সানি দেওলের সিনেমা ঘায়েলের সিক্যুয়েল। সানিকে টক্কর দেয়া মত সেরমকম কেউ নেই। যদিও ওই দিনই রিলিজ করতে চলেছে পাকিস্তানি অভিনেত্রী মাওরা হুসেনের রোমান্টিক সিনেমা সনম তেরি কসম।
৫ ফেব্রুয়ারি- ঘায়েল ওয়ান্স এগেন (এই ছবিতে অভিনয় করেছেন- সানি দেওল, প্রাচী দেশাই, ওম পুরি। আর ছবিটি পরিচালনা করেছেন-রাহুল। )
৫ ফেব্রুয়ারি- সনম তেরি কসম ( এই ছবিতে অভিনয় করেছেন- মাওরা হুসেন, হর্ষবর্ধন রানে। আর ছবিটি পরিচালনা করেছেন- বিনয় সাপরু)
৫ ফেব্রুয়ারি- লাভ শুদা ( এই ছবিতে অভিনয় করেছেন- গিরীশ কুমার, নবনীত কৌর ধিঁলো। আর ছবিটি পরিচালনা করেছেন- বৈভব নিশ্র)
১২ ফেব্রুয়ারি- প্রেমের সপ্তাহে রিলিজ করছে তিনটি প্রেমের সিনেমা। মূলত ভ্যালেনটাইন্স ডে-র কথা মাথায় রেখে মুক্তি পাচ্ছে ফিতুর, সনম রে, লখনউই ইসক।
১২ ফেব্রুয়ারি ফিতুর (এই ছবিতে অভিনয় করেছেন- ক্যাটরিনা কাইফ, আদিত্য রায়কাপুর, টাব্বু। আর ছবিটি পরিচালনা করেছেন-অভিষেক কাপুর)
১২ ফেব্রুয়ারি- সনম রে (এই ছবিতে অভিনয় করেছেন- পুলকিত শর্মা, ইয়ামি গৌতম, ঊর্বশী ঢোলাকিয়া, ঋষি কাপুর। আর ছবিটি পরিচালনা করেছেন- দিব্যা ঘোষলা)
১২ ফেব্রুয়ারি- লখনউই ইসক (এই ছবিতে অভিনয় করেছেন- আদিত্য সুমন, কারিশমা কোটাক। আর ছবিটি পরিচালনা করেছেন- আনন্দ রাউত)
প্রেমের মাসের তৃতীয় সপ্তাহে রিলিজ হতে চলেছে আরো দুইটি ছবি। ছবিগুলো হলো- নিরাজ এবং তেরে বিন লাদেন ডেড অর অ্যালাইভ।
১৯ ফেব্রুয়ারি- নিরাজ ( এই ছবিতে অভিনয় করেছেন- সোনম কাপুর, শাবানা আজমি, শেখর রবজানি। আর ছবিটি পরিচালনা করেছেন- রাম মাধবনি)
১৯ ফেব্রুয়ারি- তেরে বিন লাদেন ডেড অর অ্যালাইভ ( এই ছবিতে অভিনয় করেছেন -মনীশ পল, সিকান্দার খের। আর ছবিটি পরিচালনা করেছেন- অভিষেক শর্মা)
প্রেমের মাসের একেবারে শেষ সপ্তাহে রিলিজ হতে চলেছে আরো দুইটি সিনেমা। এই সিনেমাগুলো হলো- আলিগড় এবং লাভ শাগুন।
২৬ ফেব্রুয়ারি- আলিগড় ( এই ছবিতে অভিনয় করেছেন- মনোজ বাজপেয়ি, রাজকুমার রাও। আর ছবিটি পরিচালনা করেছেন- হনসল মেহতা)
২৬ ফেব্রুয়ারি- লাভ শাগুন (এই ছবিতে অভিনয় করেছেন- অনুজ, নিধি, মনিত, বিক্রম। আর ছবিটি পরিচালনা করেছেন- সন্দেশ নায়ক)
১ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই