মঙ্গলবার, ০২ ফেব্রুয়ারী, ২০১৬, ০৪:৪০:১৯

আলিয়ার সাথে সম্পর্কের গোপন রহস্য ফাঁস করলেন সিদ্ধার্থ

আলিয়ার সাথে সম্পর্কের গোপন রহস্য ফাঁস করলেন সিদ্ধার্থ

বিনোদন ডেস্ক : না! তাদের মধ্যে কোনও প্রেমের সম্পর্ক নেই। বরং তারা ‘ভাল বন্ধু’। আলিয়া ভাট্টের সঙ্গে তার সম্পর্কের গোপন রহস্য এ ভাবেই প্রকাশ্যে এনে দিলেন সিদ্ধার্থ মলহোত্রা। সত্যিই কি তাই?

সিদ্ধার্থর কথায়, ‘‘আমি আলিয়াকে প্রথম ছবি থেকেই চিনি। তাই একটা ইমোশলান সম্পর্ক রয়েছে। তবে এর থেকে বেশি কিছু নয়। আমরা ভাল বন্ধু। ভাল কলিগ।’’

তা হলে কি সত্যিই তাদের মধ্যে কোনও প্রেমের সম্পর্ক নেই?

সরাসরি জবাব না দিয়ে এ প্রশ্ন কায়দা করে এড়িয়েই গিয়েছেন সিদ্ধার্থ। এই তরুণ তুর্কিদের প্রেমের গুঞ্জন বলিউডে নতুন নয়। শোনা গিয়েছিল আলিয়া-সিদ্ধার্থ নাকি লিভ টুগেদারও করছিলেন! শুটিংয়ের বাইরে প্রায় সব সময়ই সিদ্ধার্থর বান্দ্রার ফ্ল্যাটে নাকি থাকছিলেন আলিয়া।

শপিং হোক বা ডিনার— মুম্বাইয়ের বিভিন্ন জায়গায় দু’জনকে প্রায়ই এক সঙ্গে দেখাও গিয়েছিল। এমনকী আলিয়াকে ফোনে না পেয়ে শাহিদ কাপূর এমনও বলেছিলেন, আলিয়া ‘সিড মার্কেটিং’-এ ব্যস্ত। এ সবের পরে সিদ্ধার্থর সোজাসাপটা জবাব এই জল্পনাকে থামিয়ে দেবে বলেই মনে করছেন বি-টাউনের একটা বড় অংশ।
২ ফেব্রুয়ারি, ২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে