বিনোদন ডেস্ক : তিনি বলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলর। তার লেডি লাভও বি-টাউনে পরিচিত মুখ। তারা রণবীর সিং এবং দীপিকা পাড়ুকোন।
এ হেন রণবীর বলেই ফেললেন, ‘‘মহিলাদের উপস্থিতির প্রত্যেক মুহূর্ত আমি উপভোগ করি। তার জন্য জাত, ধর্ম বা বয়স কোনও বাধা নয়। যে কোনও মহিলাই আমার পছন্দের। আসলে সব মহিলাকেই আমি ভাল ভাবে এন্টারটেন করতে পারি। সকলের মুখেই হাসি ফোটাতে পারি।’’
তা রণবীর হঠাৎ একথা কেন বললেন? দীপিকার সঙ্গে সম্পর্ক ঠিক আছে তো?
বি-টাউনের রিভিউ বলছে, রণবীর এমনিতেই খুব হাসিখুশি। ছবির সেটে বন্ধুদের সঙ্গে সব সময় মজা করতে থাকেন। তার মহিলা অনুরাগীর সংখ্যাও প্রচুর। আর যে কোন জায়গায় মহিলাদের ভালই সামলান তিনি। দীপিকার জন্মদিনেই তাকে বিয়ে করার প্রস্তাবও দেন নায়ক। তার পরও এত মহিলা প্রীতি ভালভাবে দেখছে না বলিউড মহলের একটা বড় অংশ।
২ ফেব্রুয়ারি, ২০১৬/এমটি নিউজ২৪/এসএবি/এসএস