বিনোদন ডেস্ক : বি-টাউনে এখন ডিভোর্স গসিপের কেন্দ্রে আরবাজ খান এবং মালাইকা আরোরা খান। তাদের বিবাহ বিচ্ছেদের কারণ যে মালাইকার নতুন সম্পর্ক সে বিষয়ে এক প্রকার নিশ্চিত সকলে। কিন্তু তিনি কে? শোনা গিয়েছিল এক মার্কিন ব্যবসায়ীর প্রেমে পড়েছেন মালাইকা।
সে কারণেই আরবাজের সঙ্গে সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চান তিনি। কিন্তু বলিউডে কান পাতলে শোনা যাচ্ছে অন্য নাম। তিনি অর্জুন কাপূর! মালাইকার সঙ্গে নাকি বিশেষ সম্পর্ক রয়েছে অর্জুনের। আর সে কারণেই নাকি এই বিচ্ছেদ!
সম্প্রতি এক বলিউডি পার্টিতে ফের মুখোমুখি হয়েছিলেন অর্জুন-মালাইকা। সেখানে নাকি বেশ ঘনিষ্ঠ অবস্থায় দেখা গিয়েছে তাদের। আর তারপরই আরবাজ-মালাইকার বিচ্ছেদের জল্পনা আরও গভীর হয়।
বলিউডে এখন যেন ডিভোর্সের সিজন চলছে! ক’দিন আগেই ফারহান এবং অধুনা আখতার ১৫ বছরের সম্পর্কের পর ডিভোর্সের চূড়ান্ত সিদ্ধান্তের কথা প্রকাশ্যে জানিয়েছেন। তার পরই ফের এই ‘শকিং ব্রেকআপ’-এর জল্পনা শুরু হয়েছে মুম্বাই ইন্ডাস্ট্রিতে।
২ ফেব্রুয়ারি, ২০১৬/এমটি নিউজ২৪/এসএবি/এসএস