বিনোদন ডেস্ক : ক্যাটরিনা কাইফ ‘একা’ এমন দাবী তিনি যতই করেন না কেন আসলে তিনি একা নন। বিচ্ছেদের পর যে একটু একটু একাকিত্বে ভুগবেন, সেই ফুসরতও পেলেন না নায়িকা।
সর্বক্ষণই তাকে কোন না কোন কিছু সঙ্গ দিয়ে মাতিয়ে রাখছেন। ভাবিয়ে তুলছেন। একবার সালমান তো আরেকবার রণবীর কাপুর। এই খান আর কাপুরকে জড়িয়ে তাকে নিয়ে রচিত হচ্ছে নানা গসিপ। আর আজকাল মিডিয়ার চোখ যেন তার পিছুই ছাড়ছেন না।
তবে সালমান খানের সাথে ক্যাটরিনার সম্পর্কটা যে আবারও নতুন করে গাঢ় হচ্ছে, এতে কোন সন্দেহ নেই। যদিও তিনি এ নিয়ে কিছুই বলতে রাজি নন।
তাহলে রণবীরের সাথে বিচ্ছেদের পর কেমন আছেন ক্যাটরিনা কাইফ? এমন প্রশ্নের উত্তর যদি জানতে চান, তাহলে বলাই যায় যে, বেশ ভালো আছেন তিনি।
একদিকে নতুন ছবি ফিতুর নিয়ে ক্যাটের ব্যস্ততা, অন্যদিকে সালমান খানের সঙ্গে নতুন করে বন্ধুত্ব গাঢ় হওয়া—দুইয়ে মিলে বিন্দাস সময় পার করছেন ক্যাট সুন্দরী।
এদিকে সম্প্রতি ক্যাটরিনাকে চমকে দিতে একটি টিভি অনুষ্ঠানের সেটে হুট করেই হাজির হন সালমান। তা ছাড়া রণবীরের সঙ্গে বিচ্ছেদের পর থেকে এরই মধ্যে বেশ কয়েকবার একসঙ্গে সাল্লু-ক্যাটকে সময় কাটাতেও দেখা গেছে। তাই বলিউডপাড়ায় এখন পুরোনো বন্ধুত্ব নতুন করে গাঢ় হওয়ার গুঞ্জন।
২ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন