বিনোদন ডেস্ক : ভারতের দক্ষিণী ছবির আলোচিত ও জনপ্রিয় নায়িকা শ্রিয়া শরণের হাতে এখন তেমন একটা সিনেমা নেই। আর তাই কি তিনি বিভিন্ন অনুষ্ঠানের নেচে-গেয়েই রোজগার-পাতি করছেন!
সাংবাদিকদের এমন প্রশ্নে যার পর নাই বিরক্ত হয়েছেন জনপ্রিয় এই নায়িকা। সাংবাদিকদের এমন প্রশ্নে একেবারেই রেগে-মেগে আগুন শ্রিয়া শরণ।
সূত্রের দাবী, দক্ষিণী ছবির সেনসেশনাল নায়িকা হিসেবে শ্রিয়া শরণের নাম রয়েছে একেবার প্রথম সারিতে। বলিউড ইন্ডাস্ট্রিতেও তিনি পায়ের তলায় শক্ত জমি খুঁজে নিয়েছেন,এমন দাবী করেছিলেন তিনি। মঅভিনয় করেছিলেন অজয় দেবগণের সঙ্গে ‘দৃশ্যম’ ছবিতে।
সম্প্রতি তাকে প্রচুর অ্যাওয়ার্ড শোতে পারফর্ম করতে দেখা যায়। সে কারণেই এক সাংবাদিক এ নায়িকাকে জিজ্ঞাসা করেন, হাতে কোনও ছবি নেই বলেই কি এত শো-তে পারফর্ম করছেন?
সাংবাদিকের এমন প্রশ্ন শুনে ভীষভাবে রেগে যান নায়িকা। তার কথায়, 'নাচতে আমি ভালবাসি। আর এসব অনুষ্ঠানে আমাকে নাচের জন্য আমন্ত্রণ জানানো হয়।'
এদিকে শ্রিয়ার শেষ ছবি ‘দৃশ্যম’-এর বক্স অফিস রেজাল্ট ভাল নয়। তার নেক্সট প্রজেক্ট এখনও কনফার্ম নয়। তাই অনেকেই বলছেন, এমন প্রশ্ন তো স্বাভাবিক। সত্যিই যদি হাতে কাজ থাকত, তা হলে কি এত রেগে যেতেন শ্রিয়া?
২ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন