সীমান্ত প্রধান : গান কিংবা অভিনয়, এই দুই মাধ্যমেই অত্যন্ত জনপ্রিয় একজন ব্যক্তিত্ব তাহসান। তবে তিনি দর্শকপ্রিয়তা বা শ্রোতাপ্রিয়তাকে কখনোই ভাগ করে চিন্তা করতে পারেন না। দুই মাধ্যমই তার কাছে সমান।
তাহসানের মতে, দর্শক বা শ্রোতারা যেমন আমার এই দুটি বিষয়কেই পছন্দ করেন ঠিক তেমনি আমি নিজেও তা উপভোগ করি। যেদিন আমার নাটক দর্শকদের আর ভালো লাগবে না সেদিন আর অভিনয় করবো না।
একদিন শীর্ষ দৈনিকের সাথে একান্ত আলাপচারিতায় এমন কথাই বলেছেন দেশের শীর্ষ জনপ্রিয় এই সংগীত ও অভিনয় শিল্পী।
সামনেই ভালোবাসা দিবস। এই বিশেষ দিনটিকে ঘিরে বেশ ব্যস্ত সময় পার কারছেন তাহসান। তিনি এবারের ভালোবাসা দিবসে টেলিভিশনের জন্য দু'টি নাটক ও ইউটিউবের জন্য একটি নাটকে অভিনয় করেছেন।
এছাড়াও চারটি খণ্ড নাটকের গানের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন এ মেধাবী শিল্পী। এর পাশাপাশি তনি তার পরবর্তী অ্যালবামের কাজের প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন।
২ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন