মঙ্গলবার, ০২ ফেব্রুয়ারী, ২০১৬, ১০:১০:৪২

রজনীকান্তের ঘুষি ও লাথি খেতে আমার আপত্তি নেই : অক্ষয় কুমার

রজনীকান্তের ঘুষি ও লাথি খেতে আমার আপত্তি নেই : অক্ষয় কুমার

বিনোদন ডেস্ক : সুপার হিরোখ্যাত রজনীকান্তের আলোচিত সিনেমা ‌‘রোবট-টু'-এ খলনায়কের চরিত্রে অভিনয় করবেন বলিউড খিলাড়ি অক্ষয় কুমার।  

‘রোবট-টু’ সিনেমাটি ‘রোবট’-এর সিক্যুয়াল। এ ছবি নিয়ে বেশ উচ্ছ্বসিত অক্ষয় কুমার। শুধু অক্ষয় কুমারই নয়, বলিউড ও দক্ষিণী সিনেমাপ্রেমিরাও মুখিয়ে আছেন দুই প্রজন্মের দুই হিরোর মারামারি দেখার জন্য।

এ সিনেমায় অক্ষয় কুমারের সাথে রজনীকান্তের বেশ কয়েকবার মুখোমুখি মারামারি হবে। এ প্রসঙ্গে অক্ষয় কুমার জানিয়েছেন, রজনীকান্তের ঘুষি খেলে তিনি খুশিই হবেন।

জানা গেছে, ‘রোবট ২’- এ রজনীকান্ত প্রথম সিনেমাটির মতোই বিজ্ঞানীর ভূমিকায় অভিনয় করবেন। এছাড়া ছবিতে তার সৃষ্টি রোবট ‘চিটি’র ভূমিকাতেও দেখা যাবে তাকেই। আর এখানে খলনায়কের ভূমিকায় রয়েছেন বলিউড খিলাড়ি অক্ষয় কুমার।

ছবিতে অক্ষয় কুমার বেশ কয়েকটি অ্যাকশন দৃশ্যে অভিনয় করবেন। রজনীকান্তের হাতে মার খাওয়া প্রসঙ্গ নিয়ে উচ্ছ্বসিত অক্ষয় বলেন, সিনেমায় ঘুষি ও লাথি খেতে আমার কোনো আপত্তি নেই। আমি সারাজীবনই এটা করে এসেছি। রজনীকান্তের মতো সুপারস্টারের কাছ থেকে ঘুষি খাওয়া অনেক দারুণ একটি বিষয়।
 
হঠাৎ করে খলনায়কের ভূমিকায় অভিনয় প্রসঙ্গে অক্ষয় বলেন, আমি একটি নেতিবাচক চরিত্রে অভিনয় করতে মুখিয়ে আছি। এটা আমার জন্য অনেক সম্মানের একটা বিষয় হবে।
২ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে