মঙ্গলবার, ০২ ফেব্রুয়ারী, ২০১৬, ১১:১৮:৩৫

বিয়ে করে সংসারী হতে চায় দীপিকা

বিয়ে করে সংসারী হতে চায় দীপিকা

বিনোদন ডেস্ক : কোন রকম বিতর্ক নয়, পছন্দের মানুষকেই বিয়ে করে সংসারী হতে চান বলিউড অভিনেত্রী দীপিকা পাডুকোন। বিয়ে বহির্ভূত কোন সম্পর্কের রেশ ধরে একসঙ্গে থাকা তার একদমই পছন্দ নয়।

এমনকি সামাজিক রীতি নীতিতেও এমন সম্পর্ক দারুণভাবে বিতর্কিত। আর তাই তিনি কোন বিতর্কে জড়াতে চান না। সেই সাথে তিনি এ বিষয়টি অন্যদেরও এড়িয়ে চলার আহ্বান জানিয়েছেন।

এদিকে দীপিকা পাডুকোন বেশ চুটিয়ে প্রেম করছেন বলিউড হিরো রণবীর সিং-এর সাথে। এমনকি আগামীতে তারা বিয়েও করবেন বলে পরিকল্পনা কেরে রেখেছেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে তাদের প্রেমের কথা অকপটে স্বীকার করেছেন দীপিকা। তিনি জানিয়েছেন, তাদের প্রেম স্বর্গীয়। তিনি এবং রণবীর দুজনই বিষয়টি উপলব্ধি করেন।

দীপিকা আরো জানিয়েছেন, শুধু প্রেমিকই নয়, রণবীর তার বন্ধুও বটে। তার সঙ্গে সব কিছু তিনি নির্দ্বিধায় শেয়ার করেন। রণবীরও খাঁটি বন্ধুর মতো তাকে সুপরামর্শ দেন।

দীপিকা বলেন, 'রণবীরের প্রতি আমার শতভাগ বিশ্বাস রয়েছে। ও অন্য দশজন পুরুষের চেয়ে আলাদা গুণের অধিকারী। আমি জানি, ও আমাকে কখনই আঘাত দেবে না। আমাদের মধ্যে এতটাই বিশ্বাস আর বোঝাপড়া রয়েছে। এ জন্যই আমি ওকে এতটা ভালোবাসি। আগামীতেও আমাদের ভালোবাসা অটুট থাকবে।'
২ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে