বিনোদন ডেস্ক : গতবার 'বাংলা বিটস' শীর্ষক অনুষ্ঠানে লন্ডনের বার্মিংহামে যাওয়া কথা ছিলো বাংলাদেশের জিনপ্রিয় সঙ্গীতমিল্পী ন্যান্সির। কিন্তু ভিসা জটিলতায় সেখানে আর যেতে পারেননি এই সুকণ্ঠী গায়িকা।
এদিকে এবার যেন অবশ্যই লার্ক ইভেন্টসের 'বাংলা বিটস' শীর্ষক অনুষ্ঠানে ন্যান্সি যোগ দিতে পারেন, সে জন্য আগের থেকেই অনুষ্ঠানের আয়োজকরা সকল রকম চেষ্টা শুরু করেছেন। এর মধ্যে অন্যতম হচ্ছে 'বাংলা বিটস' ন্যান্সির পক্ষে জনসমর্থন আদায়ে ইতোমধ্যে ক্যাম্পেইন শুরু করেছেন। সম্প্রতি এ প্রসঙ্গে তারা ফেসবুকে পোস্টও দিয়েছে।
এ নিয়ে ন্যান্সি জানিয়েছেন, 'হ্যাঁ, তা আমি দেখেছি। ওদের বক্তব্য স্পষ্ট। ওখানকার শ্রোতারা আমার গান সরাসরি উপভোগ করতে চান। শিল্পী হিসেবে আমিও তা-ই চাই। কিন্তু শুরু থেকে দেশের বাইরে গান গাওয়ার ব্যাপারে পিছপা ছিলাম। ভিসা জটিলতাসহ বিভিন্ন কারণে এখন আর ভালো লাগে না’।
তিনি জানান, ‘বাংলা বিটসের পেইজের ওই পোস্টে সুন্দর করে লেখা হয়েছে, বিষয়টিকে যেন রাজনৈতিকভাবে না নেয়া হয়। আমিও তা-ই মনে করি। ভিসা জটিলতার কারণে গতবার ওই অনুষ্ঠানে আমি যোগ দিতে পারিনি। এবারো তারা আমাকেই চাইছে’।
আয়োজক প্রতিষ্ঠানটির প্রত্যাশা, ভিসা জটিলতা কাটিয়ে ন্যান্সি তাদের আয়োজনে নতুন মাত্রা যোগ করবেন। এজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা।
উল্লেখ্য, গত বছর প্রয়োজনীয় সব কাগজপত্র জমাও দিয়েছিলেন ন্যান্সি। পরে কর্তৃপক্ষ তাকে ভিসা দিতে অপারগতার কথা জানায়। ঢাকার যুক্তরাজ্য হাইকমিশনে জমা দেয়া কাগজপত্রে তার মাসিক আয় যা দেখানো হয়েছে, কর্তৃপক্ষ সেই আয়ের খাতটা জানতে চেয়েছিল। ন্যান্সির পক্ষে দালিলিক প্রমাণপত্র হাইকমিশনে জমা দেয়া সম্ভব হয়নি।
২ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন