মঙ্গলবার, ০২ ফেব্রুয়ারী, ২০১৬, ১২:৩৩:২০

বাংলার পর্যটন প্রচারে শাহরুখ, সঙ্গী ছিলেন বিদেশিনী

বাংলার পর্যটন প্রচারে শাহরুখ, সঙ্গী ছিলেন বিদেশিনী

বিনোদন ডেস্ক : কলকাতা ঘুরে গেলেন বলিউড বাদশা শাহরুখ খান। পশ্চিমবঙ্গের পর্যটন প্রচারে একটি বিজ্ঞাপনের শুটিংয়ে গত সপ্তাহে এসেছিলেন তিনি।

সেখানে তিনি সবুজ ঘাসের উপর দিয়ে ট্রামে চড়ে শুটিং করেন। তার সাথে সঙ্গী হয়েছিলেন এক বিদেশিনী।

৪৫ সেকেন্ডের ওই বিজ্ঞাপণটিতে এক বিদেশিনীকে কলকাতার অন্যতা সম্পর্কে বোঝাতে, কলকাতার আন্তরিকতা অনুভব করাতে দেখা গিয়েছে শাহরুখকে।

আগামী মার্চ থেকেই রূপোলি পর্দায় দেখানো হবে বাংলার পর্যটন প্রচারের জন্য নির্মিত বিজ্ঞাপনটি। সারা দেশে একমাত্র কলকাতাতেই ধীরগতির যান-ট্রাম চলে। তাই প্রচারের জন্য ট্রামকেই মাধ্যম করা হয়েছে।

বিজ্ঞাপন নির্মাণ কর্তৃপক্ষ জানিয়েছে, পশ্চিমবঙ্গ যে ভারতের অন্যতম সুন্দর এক অংশ, তারই প্রচারের জন্য এইধরণের ভাবনা। যেখানে মানুষের ভাষা, সংস্কৃতি, খাবার, সঙ্গীত, মানুষের আচরণ অত্যন্ত মধুর, বৈচিত্র্যপূর্ণ। যা অন্য প্রদেশগুলির থেকে বাংলাকে অনন্য করেছে।

সম্প্রতি পশ্চিমবঙ্গ পর্যটন দফতর ‘বিউটিফুল বেঙ্গল’ বা ‘সুন্দর বাংলা’ এবং ‘এক্সপিরিয়েন্স বেঙ্গল-সুইটেস্ট পার্ট অফ ইন্ডিয়া’ নামে বেশ কয়েকটি বাংলার পর্যটন শিল্পের বিজ্ঞাপণী প্রচার চালাচ্ছে।
২ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে