বিনোদন ডেস্ক: ২০ জুলাই। ঠিক এক মাস আগে, রণবীর সিং এবং আলিয়া ভাট মুম্বাইতে মনীশ মালহোত্রার ব্রাইডাল কউচার শো-এর জন্য র্যাম্পে হেঁটেছিলেন, তাদের রোম্যান্টিক কমেডি রকি অউর রানি কি প্রেম কাহানির প্রচারও করেছিলেন সেই সময়।
দীপিকা পাডুকোন তার স্বামীর জন্য গলাও ফাটিয়েছিলেন। এমনকী, ছবির পরিচালক করণ জোহরের সঙ্গে বসে এই বিষয় নিয়ে আলোচনা করেছিলেন। শো চলাকালীন, রণবীর তার র্যাম্প ওয়াক মাঝখানে ছেড়ে দিয়েছিলেন এবং দীপিকার গালে চুম্বন করতেও দেখা গিয়েছিল।
তার মা অঞ্জু ভাবনানির পা স্পর্শ করেছিলেন এবং এমনকী করণ জোহরের গালেও চুম্বন করেছিলেন। মূল মঞ্চে ফিরে আসার আগে রণবীরের এই কাণ্ডকারখানা রীতিমতো ভাইরাল হয়। সোশ্যাল মিডিয়ায় এমন সুন্দর মুহূর্তের ভিডিয়োয় লাইক-কমেন্ট-শেয়ারের বন্যা বয়ে যায়।
ওই একই ইভেন্ট থেকে আরেকটি ভিডিও প্রকাশিত হয়েছে। যেখানে পাঠান অভিনেত্রীকে ফ্যাশন শোয়ের ব্যাকস্টেজে তার ছবি তোলার জন্য পাপারাৎজিকে তিরস্কার করতে দেখা গিয়েছে। তার একটি ফ্যান পেজ দ্বারা শেয়ার করা ছোট্ট ক্লিপে, দীপিকাকে প্যাপদের বলতে দেখা যায়, ‘এখানে কেন এসেছেন? কে অনুমতি দিয়েছে? এখান থেকে বেরিয়ে যান বলছি।’
ভিডিয়োটির ক্যাপশনে লেখা হয়েছে, ‘মিডিয়ার লোকদের জন্য দীপিকা পাডুকোন সবসময়ই সেরা। মিডিয়া এবং প্যাপারাৎজিরা সবসময় তাদের সীমা অতিক্রম করে। তাদের জন্য মাঝেমধ্যে সব রাস্তা বন্ধ করে দিন।’ নেটিজেনরাও মন্তব্য বিভাগে এব্যাপারে অভিনেত্রীকে সমর্থন করেছেন।
তাদের মধ্যে একজন লিখেছেন, ‘তিনি এটি সবচেয়ে সুন্দরভাবে বলেছেন, অন্যান্য তারকারা হলে আরও বেশি বিরক্ত হয়ে যেতেন।’ অন্যদিকে অন্য একজন বলেছেন, ‘মডেলরা ব্যাকস্টেজে বিশ্রাম নিচ্ছেন, তিনি ঠিকই বলেছেন, মিডিয়ার অনুমতি নেই সেখানে। আপনারাই বা কেন এত বিরক্ত করেন?’