বিনোদন ডেস্ক : বলিউড মাতিয়ে হলিউডে পা রেখেই বাজিমাত করেছেন প্রিয়াঙ্কা চোপড়া। কোয়ান্টিকায় অভিনয়ের জন্য পেয়েছেন পিপলস চয়েজ অ্যাওয়ার্ড। এছাড়াও ভারতরে সর্বোচ্চ পুরস্কারও এ বছর তার ঝুলিতে তিনি ভরেছেন।
এছাড়াও প্রিয়াঙ্কার সফলতার পালকে আরেকটি পালক যুক্ত হয়েছিলো দ্য রকের বিপরীতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হওয়া। আর এবার তার ভক্তদের জন্য সুখবর হচ্ছে, তিনি ডাক পেয়েছেন অস্কারের এবারের আসরে। এবারের অস্কার আসরে তার নাম এসেছে উপস্থাপকদের তালিকায় যুক্ত হয়েছে।
সব কিছু ঠিকঠাক থাকলে হলিউডের সবথেকে বৃহত্তম আস অস্কারের রেড কার্পেটে দেখা যাবে প্রিয়াঙ্কাকে। আগামী ২৮ ফেব্রুয়ারি ক্যালিফোর্নিয়ার ডলবি থিয়েটারে ৮৮তম অস্কার অ্যাওয়ার্ডের অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।
উপস্থাপক হিসেবে প্রিয়াংকার সঙ্গে আরো যারা থাকবেন তারা হলেন- স্টিভ ক্যারেল, কুয়েন্সি জনস, বায়াং হান লি, জ্যারেড লিটো, জুলিয়ান মুরে, ওলিভিয়া মুন, মার্গট রবি, জেসন সাগল, অ্যান্ডি সার্কেস, জেকে সিমন্স, জেরি ওয়াশিংটন এবং রেসি উইদারস্পন।
এদিকে অস্কারের মতো অনুষ্ঠানের উপস্থাপকের তালিকায় নিজের নাম দেখে আনন্দে অভিভূত ৩৩ বছর বয়সী এ অভিনয় শিল্পী। তিনি টুইটে বলেছেন, 'আমি অস্কারের অনুষ্ঠানের জন্য অপেক্ষায় আছি। এটা হবে একটা উন্মাদনার রাত।'
অস্কারে নিজের পছন্দের অভিনয় শিল্পীর নাম দেখে অসংখ্য ভক্ত, সহকর্মী প্রিয়াংকাকে অভিনন্দন জানিয়েছেন।
২ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন