রবিবার, ২০ আগস্ট, ২০২৩, ০৪:৪২:৩৭

ধসে পড়লো পুরো বাড়ি, ভিডিও শেয়ার করে যা জানালেন প্রীতি জিনতা

ধসে পড়লো পুরো বাড়ি, ভিডিও শেয়ার করে যা জানালেন প্রীতি জিনতা

বিনোদন ডেস্ক: গত কয়েকদিনের আকাশ ভাঙা বৃষ্টিতে হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডে যেন ধ্বংসযজ্ঞ চলছে। বৃষ্টি ও ভূমিধসে ইতিমধ্যেই বফহ মানুষের মৃত্যু হয়েছে। হিমাচল প্রদেশের সোলানে মেঘভাঙা বৃষ্টি এবং সিমলায় শিব মন্দির ধসেও বহু মানুষের মৃত্যু হয়েছে। 

সিমলায় ভেঙে পড়েছে প্রচুর গাছ, গত তিন দিন ধরে বহু এলাকা বিদ্যুৎহীন। খালিনীতে গাছ পড়ে বহু যানবাহন ক্ষতিগ্রস্ত! একের পর এক বাড়ি ভেঙে যাচ্ছে। যার ফলে বহু মানুষ ভয়ঙ্কর অবস্থায় দিন কাটাচ্ছেন। হিমাচলের বহু ছবি ভিডিও ইতি মধ্যেই সামনে এসেছে। 

এবার শিউরে উঠলেন বলি নায়িকা প্রীতি জিনতা! সম্প্রতি তিনি তার ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন যা ইতিমধ্যে ভাইরাল! কী রয়েছে সেই ভিডিওতে? দেখলে আপনিও শিউরে উঠবেন! হিমাচলে অতিরিক্ত বৃষ্টিতে ধস নেমেছে বহু জায়গায়! তেমনই প্রীতি জিনতার শেয়ার করা ভিডিওটিতে দেখা যাচ্ছে।

হিমাচলের পাহাড়ি রাস্তার ধারে একটু উঁচুতে রয়েছে একটি তিনতলা বাড়ি! পাহাড়ের বাড়ির স্টাইলেই এই বাড়ি বানানো! কিন্তু অতি বৃষ্টিতে মাটি ধসে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পুরো বাড়ি! শুধু একটি নয় আশে পাশে থাকা বেশ কয়েকটি বাড়িও ধসে চলে যায়! 

একেবারে নদীতে গিয়ে মিশছে। এছাড়াও এই ভিডিওতে দেখা যাচ্ছে কোথাও গাছ উপড়ে যাচ্ছে। রেল লাইন রয়েছে কিন্তু তলের মাটি ধসে গিয়েছে। এই ভয়াবহ ভিডিও পোস্ট করেন বলিউড অভিনেত্রী!

ভিডিও পোস্ট করে প্রীতি জিনতা লেখেন, “এই ভিডিও দেখে আমি মন থেকে ভেঙে পড়েছি। কী ভয়াবহ অবস্থা হিমাচলের! গত কয়েকদিনে বহু মানুষ মারা গিয়েছেন। বহু বাড়ি এভাবে ধসে গিয়েছে। মানুষের জীবন তছনছ হয়ে গিয়েছে অতিরিক্ত বৃষ্টি ও ধসের জন্য! 

এই খারাপ সময়ে আমার মন থেকে প্রার্থনা করছি সকল মানুষের জন্য! ভগবান হিমাচলের মানুষদের রক্ষা করবেন! প্রকৃতি সব ধ্বংস করে দিচ্ছে। মানুষের প্রাণ যেন রক্ষা পায়! এই প্রার্থনাই করি ভগবানের কাছে।” এই ভিডিও পোস্ট করে আবেগে ভাসেন প্রীতি জিন্টা! এই ভয়াবহ ভিডিও দেখে শিউরে উঠছেন অনেকেই!

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে