বিনোদন ডেস্ক: ১১ আগস্ট মুক্তির পর থেকেই বক্স অফিসে ঝড় তুলে দিয়েছে 'গদর 2' ৷ সানির এই ছবি ৬ দিনেই ঢুকে পড়েছে ৩০০ কোটির ক্লাবে৷ অন্যদিকে যথেষ্ট লড়াই দিচ্ছে অক্ষয়ের 'ওএমজি 2' ছবিও৷ ইতিমধ্যেই ৯০ কোটি টাকা ঘরে তুলে ফেলেছে এই ছবি৷
আর এবার সেই ঝড়ের মুখে দাঁড়াতে পারল না অভিষেক বচ্চনের নতুন ছবি 'ঘুমর'৷ সানি-অক্ষয়ের ঝোড়ো ব্যাটিংয়ের সামনে নাস্তানাবুদ ঘুমরের ঘূর্ণি ৷ছবির রিভিউ দিতে গিয়ে ঠিক এই আশঙ্কাই করেছিলেন সিনে সমালোচক তরণ আদর্শ৷ পরিচালক আর বাল্কির এই ছবিকে 'অনুপ্রেরণামূলক' বলে উল্লেখ করেছিলেন তিনি৷
কিন্তু একইসঙ্গে জানিয়েছিলেন, মুক্তির জন্য অন্য কোনও দিন বেছে নিলেই ভালো করতেন নির্মাতারা৷ কারণ 'গদর 2' যে সুনামি তৈরি করেছে তার সামনে দাঁড়ানো বেশ মুশকিল৷ ইন্ডাস্ট্রি ট্র্যাকার স্যাকনিল্ক-এর দাবি, প্রথম দিনে ৮০ লক্ষ টাকা আয় করেছে এই ছবি৷
যা এই ছবির জন্য বেশ কম৷ সমালোচকেদের কাছে কিন্তু এই ছবি ভূয়সী প্রশংসা পেয়েছিল এই ছবি৷ কেউ কেউ তো এই ছবিকে অভিষেকের অন্যতম সেরা কাজ হিসাবেও দাবি করেছিলেন৷ তালিকায় রয়েছেন বিজয় বর্মা, অনুরাগ কাশ্যপের মতো পরিচিত মুখ৷
কিন্তু সকলের প্রশংসা অভিষেক কুড়োলেন ঠিকই তবে বক্স অফিসে লক্ষীলাভ অধরাই থেকে গেল৷ অন্যদিকে শুক্রবারও সানি-আমিশার ছবির আয় ছিল প্রায় ২০ কোটি টাকা৷ ৬ কোটির ওপর আয় করেছে অক্ষয়ের 'ওএমজি 2' ছবিও৷ কিন্তু সেই অর্থে নজর কাড়তে ব্যার্থ হলেন অভিষেক বচ্চন, সায়ামি কর এবং শাবানা আজমিরা৷