বিনোদন ডেস্ক : অমিতাভ, অক্ষয়, সালমান, শাহরুখ খানসহ অনেকেই অভিনয়ের পাশাপাশি গানেও কণ্ঠ দিয়েছেন। এরমধ্যে অবশ্য নায়ক থেকে গায়ক হওয়াটা বাকি ছিল অজয় দেবগনের ক্ষেত্রেই। তবে এবার তিনি এটাও পূর্ণ করলেন।
জানা গেছে, বলিউড অভিনেতিা অজয় দেবগণ অভিনয়ের পাশাপাশি পরিচালনা করছেন ‘শিভা’ নামের একটি চলচ্চিত্র। এখন নতুন করে খবর পাওয়া গেছে, গায়ক হিসেবে এই নায়কের এই শিভা ছবিতে অভিষেক হতে যাচ্ছে।
শোনা যাচ্ছে, 'শিভা' সিনেমার টাইটেল ট্র্যাক গাইবেন অজয় দেবগন। বিষয়টি জানিয়েছেন বলিউডের জনপ্রিয় সংগীত শিল্পী মিথুন। তিনি সিনেমাটির আবহসংগীতের দ্বায়িত্বে রয়েছেন।
২ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন