সোমবার, ২১ আগস্ট, ২০২৩, ০৭:৫৭:০৭

এবার যে নায়িকাকে চিঠি লিখলেন অমিতাভ বচ্চন

এবার যে নায়িকাকে চিঠি লিখলেন অমিতাভ বচ্চন

বিনোদন ডেস্ক: সম্প্রতি মুক্তি পেয়েছে অভিষেক বচ্চন অভিনীত চলচ্চিত্র ‘ঘুমার’। এতে অভিষেকের সঙ্গে মুল ভূমিকায় অভিনয় করেছেন সাইয়ামি খের। সিনেমাটিতে অসামান্য অভিনয়ের জন্য ঘুমার অভিনেত্রী সাইয়ামি খেরকে হাতে লেখা চিঠি পাঠিয়েছেন বলিউড শাহেনশা অমিতাভ বচ্চন।

সাইয়ামি খের তার ইনস্টাগ্রামে চিঠিটির ছবি শেয়ার করেছেন যাতে লেখা ছিল, “ঘুমারে আপনার দৃঢ়তা, আপনার আন্তরিকতা, আপনার পারফরম্যান্স এবং আপনার উপস্থিতির উজ্জ্বলতার জন্য প্রশংসা জানাই। ” নিজের হাতের সিগনেচার দিয়ে চিঠিটি শেষ করেন অমিতাভ। 

এদিকে অমিতাভের হাতে লেখা চিঠি পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন অভিনেত্রী। তিনি সামাজিক মাধ্যমে একটি দীর্ঘ ক্যাপশন লিখে তার অনুভূতি প্রকাশ করেছেন। সাইয়ামি লিখেছেন, “আমার মনে আছে ‘অমিতাভের জন্য খুঁজছি’ নামে একটি শর্ট ফিল্ম দেখেছিলাম।

সেখানে দেখেছি কীভাবে দৃষ্টি প্রতিবন্ধীরা এই আইকনকে উপলব্ধি করে। তার ট্রেডমার্ক ব্যারিটোন থেকে তার জুতার শব্দ বা তার পারফিউমের ঘ্রাণ পর্যন্ত উপলদ্ধি করে। আমরা মিস্টার বচ্চনকে দেখি না, কিন্তু এই সুপারস্টারের প্রভাব আমরা অনুভব করতে পারি।”

তিনি আরও লিখেছেন, “ছোটবেলায়, কৌন বানেগা ক্রোড়পতির টিউনের অর্থ ছিল এখন ঘুমানোর সময় হয়েছে। আমার বাবা-মা কাজ থেকে ফিরে আসতেন এবং আমার দাদা-দাদিরা তাদের কাজ শেষ করে টিভির সামনে বসবেন।

আমাদের ভিন্ন আগ্রহ এবং বয়সের ব্যবধান সত্ত্বেও এই একটি শো তিনটি প্রজন্মকে একত্রিত করেছিল।” ‘ঘুমার’ একটি ক্রীড়া বিষয়ক চলচ্চিত্র। আর. বাল্কি পরিচালিত সিনেমাটিতে অভিনয় করেছেন অভিষেক বচ্চন, শাবানা আজমি, অঙ্গদ বেদি ও সাইয়ামি খের। অমিতাভ বচ্চনও সিনেমাটিতে একটি ক্যামিও চরিত্রে রয়েছেন। ফিল্মটি ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভাল অব মেলবোর্ন ২০২৩-এর উদ্বোধনী রাতে স্ট্যান্ডিং ওভেশন পেয়েছে। ১৮ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘ঘুমার’।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে