বিনোদন ডেস্ক: সম্প্রতি দুটি কারণে আলোচনায় এসেছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর। ওটিটি প্ল্যাটফরমে আই স্ক্রিনে মুক্তি পাওয়া ‘আমি কী তুমি’ নিয়ে আলোচনায় আসেন। এটি পরিচালনা করেন ভিকি জাহেদ।
বিষয়টি নিয়ে বলেছিলেন, ‘প্রতিটা মানুষের জীবনে পারফেক্ট প্রেম একবারই আসে। ভালোবাসার মানুষ চলে গেলেও এই প্রেম কখনো চলে যায় না...।’ এরপর কক্সবাজারে আদনান আল রাজীবের সঙ্গে একত্রে দেখা যায় মেহজাবীনকে। এ নিয়ে নতুন করে গুঞ্জন শুরু হয়। তবে এ নিয়ে গণমাধ্যমের খবরেও মাথা ঘামাননি মেহজাবীন।
পরে মেহজাবীনকে ফের দেখা গেল সাগরের কোলঘেঁষে। যেখানে একাধিক ছবিতে প্রাণ চঞ্চল মেহজাবীনকে দেখা যাচ্ছে। সুইমিংপুলে নেমে মুখ বাড়িয়ে দিয়েছেন সুর্যের দিকে। তার সামনে অবারিত সমুদ্র।
কদিন আগেই কক্সবাজার সমুদ্রে সময় কাটিয়েছেন। এবার মেহজাবীন লোকেশন চিহ্নিত করেছে জানাচ্ছেন, ক্যারিয়াবিয়ান অঞ্চলের বাহামা দ্বীপপুঞ্জে রয়েছেন। সেখানের একটি জাহাজের সুইমিংপুলে তোলা ছবি পোস্ট করে লিখেছেন, ‘শিগগির বা পরে, যখনই ডেকেছি সাড়া পেয়েছি। তাই আমি আমি তাড়াহুড়োয় বিশ্বাস করি না; সঠিক সময় আমাকে খুঁজে বের করবে।’
এর আগেরদিন আরেকটি ছবি সোশ্যাল হ্যান্ডেলে পোস্ট করেন মেহজাবীন। সেখানে লোকেশন চিহ্নিত না করলেও আদনান আল রাজীবের একটি মন্তব্য ছিল। রাজীব হিন্দিতে লেখেন, ‘কোথায় তুই?’ মেহজাবীন সাড়া দেন, ‘চলে আসো।’