মঙ্গলবার, ০২ ফেব্রুয়ারী, ২০১৬, ০৪:২৫:৪৭

পাকিস্তানে যাওয়ার অনুমতি পেলেন না অনুপম

পাকিস্তানে যাওয়ার অনুমতি পেলেন না অনুপম

বিনোদন ডেস্ক : বলিউডের শক্তিমাণ অভিনেতা অনুপম খেরের ভিসা আবেদন বাতিল করে দিয়েছে পাকিস্তান সরকার। করাচিতে সাহিত্য উৎসবের অন্যতম আমন্ত্রিত অতিথি ছিলেন তিনি।

তবে পাকিস্তান হাই কমিশন দাবী করেছেন, অনুপম খের নাকি ভিসার জন্য কখনই আবেদন করেন নি।

এদিকে ভিসা না পাওয়ার ফলে করাচির সাহিত্য উৎসবে যোগদান একপ্রকার অনিশ্চিত হয়ে পড়েছে অনুপম খেরের জন্য। ৫ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে করাচি সাহিত্য উৎসব।

স্বাভাবিকভাবেই পাক সরকারের এমন সিদ্ধান্তে মর্মাহত সম্প্রতি পদ্মভূষণ প্রাপ্ত এই অভিনেতা। প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি বলেন, ‌‘মোট ১৮ জন ভিসার জন্য আবেদন করেছিল। একমাত্র আমার ক্ষেত্রেই বাতিল করা হল আবেদন। এই ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমি মর্মাহত’।
২ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে