বিনোদন ডেস্ক : অনেকদিন হলো ইন্সটাগ্রামে কোহলি ও আনুশকা কেউ কারো ফলোয়ার নন। বলিউডের আলোচিত এই প্রেমিক জুটি দু'জনই দু'জনকে আনফলো করেছেন যার যার একাউন্ট থেকে।
এদিকে এবার খবর শোনা যাচ্ছে, আনুশকাকে নাকি বিয়ের প্রস্তাব দিয়েছিলেন বিরাট কোহলি। কিন্তু আনুশকা তাতে রাজি নন। তাই খালি হাতেই ফিরে আসতে হয়েছে বেচারা বিরাট কোহলিকে। তাহলে কি সত্যি সত্যিই বিন্দাস এই প্রেমিক জুটির প্রেমের করুণ সমাপ্তি ঘটে গেলো?
একটি সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, সম্প্রতি, বিরাট কোহলি নাকি আনুশকা শর্মাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু, আনুশকা নাকি তা প্রত্যাখান করেছেন।
বিরাট নাকি চলতি বছরেই বিয়ে করতে চান। এমন সিদ্ধান্ত জানিয়েছিলেন তিনি আনুশকাকে। কিন্তু, আনুশকা বিয়েতে একেবারেই নারাজ। বিয়ে নয়, আপাতত কেরিয়ারেই মনোযোগ দিতে চাইছেন বলিউডের ওই অভিনেত্রী।
সূত্র বলছে, ২০১৬ সালে অভিনেত্রীর পাশপাশি, প্রযোজক হিসেবেও নিজের আরও একটি পরিচয় তৈরি করতে চাইছেন আনুশকা শর্মা। আর সেই কারণেই নাকি, চলতি বছরে বিয়ে করতে চাইছেন না আনুশকা। আর তাই বিরাটের বিয়ের প্রস্তাবও এক কথায় খারিজ করে দিয়েছেন তিনি।
২ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন