মঙ্গলবার, ০২ ফেব্রুয়ারী, ২০১৬, ০৫:১৮:৪০

আবারও ক্যাটরিনার টানে ছুটে এলেন সালমান!

আবারও ক্যাটরিনার টানে ছুটে এলেন সালমান!

বিনোদন ডেস্ক : রণবীরের সাথে যখন ক্যাটরিনার ব্রেকআপ হয়ে গেলো তখন ক্যাটের মনের জোর যুগিয়েছেন সালমান খান। তিনি বরাবরই চেষ্টা করে যাচ্ছেন তার প্রাক্তন প্রেমিকাকে হাসি-খুশি রাখতে। তা হোক পার্টি বা কোন টিভি অনুষ্ঠান।

সালমান খানের এমন প্রচেষ্টার ফলে বলিউডে গুঞ্জন ছড়িয়েছে সালমান-ক্যাট আবারও এক হচ্ছেন।

তবে এমন গুঞ্জনে একেবারেই নাখোশ বলিউড ভাইজান সালমান খান। তিনি তার হাবভাবে বুঝিয়ে দিয়েছেন, রোমানিয়ান বান্ধবীর সঙ্গে বেশ ভালই আছেন তিনি। কিন্তু, এসবের মধ্যেই ফের ক্যাটরিনার জন্য একটি স্পেশাল গিফট-এর ব্যবস্থা করলেন কেন সালমান খান!

সম্প্রতি, কমেডি নাইটস উইথ কপিল-এ হাজির হয়েছিল টিম ফিতুর। ওইদিন রিয়েলিটি শোয়ের সেটে ছিলেন ক্যাটরিনা কাইফ এবং আদিত্য রয় কাপুর।

শো চলাকালীন আচমকাই সেখানে হাজির হন সালমান খান। কমেডি নাইটস উইথ কপিল-এর শুটিং চলাকালীন ওইভাবে সলমনের উপস্থিতি অবাক করে দেয় প্রায় সকলকে।

এমনকি, ভাইজানের আচমকা সেটে চলে আসায়, অবাক হয়ে যান ক্যাটরিনাও। একটি সংবাদমাধ্যমের বদৌলতে সেই ছবি সামনে এসে পড়ে। যা নিয়ে ফের শুরু হয়েছে জল্পনা। কিন্তু, নেহাতই ক্যাটরিনা এবং টিম ফিতুরকে সারপ্রাইজ দিতেই সালমান ওই রিয়েলিটি শো-এ হাজির হন বলে দাবী করেন।

কিন্তু, তার মাঝেই ক্যাটরিনার সঙ্গে ফের সলমনের দেখা, টুকটাক কথা কি ইউলিয়া ভালোভাবে নেবেন ? সেটা আপাতত সময়ই বলবে।
২ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে