শুক্রবার, ২৫ আগস্ট, ২০২৩, ১২:০৩:৩৬

মালাইকাকে ছেড়ে কুশার সঙ্গে প্রেম করছেন অর্জুন!

মালাইকাকে ছেড়ে কুশার সঙ্গে প্রেম করছেন অর্জুন!

বিনোদন ডেস্ক: কয়েক দিন আগেই স্বামী জোরওয়ার আলুওয়ালিয়ার থেকে বিবাহবিচ্ছেদ নিয়েছেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার কুশা কপিলা। ভাঙে তাদের ছয় বছরের বিবাহিত জীবন। এরপর থেকেই কুশার জীবনে একের পর এক বিপত্তি। 

বিয়ে ভাঙার কারণে কুশাকে একা দায়ি করে তীব্র আক্রমণ চালাতে থাকে নেটিজেনদের একটা অংশ 'মাসাবা মাসাবা' তারকার উপর। যা নিয়ে সেই সময় মুখও খুলেছিলেন জোরাওয়ার। আর এবার কুশার উপর চাপল মালাইকা আর অর্জুনের সম্পর্কে তৃতীয় ব্যক্তি হিসেবে প্রবেশের অভিযোগ।

খবর রটেছে, কুশা নাকি প্রেম করছেন অর্জুন কাপুরের সঙ্গে। মানে মালাইকার সঙ্গে সম্পর্ক ভেঙে কুশার সঙ্গে প্রেম করছেন অর্জুন। আর এই খবর ছড়িয়ে পড়তেই নিজের ব্রডকাস্ট চ্যানেলে মুখ খুললেন কুশা। 

লিখলেন, ‘রোজ নিজের ব্যাপারে এতো ফালতু সব খবর পড়ছি, মনে হচ্ছি নিজের কাছে নিজেরই একটা ফর্মাল ইন্ট্রোডাকশন করাতে হবে। নিজের ব্যাপারে নিজেই যখন এই খবরগুলো পড়ি আমার মনে হয় এসব কথা আমার মায়ের কানে যেন না পৌঁছায়।’

এমনিতেই কয়েক দিন ধরে হাওয়ায় ভাসছে অর্জুন আর মালাইকা নাকি আলাদা হয়ে গিয়েছেন। যবে থেকে সপ্তাহান্তে একা সময় কাটানোর ছবি দিয়েছেন অর্জুন, তবে থেকে সেই খবর যেন আগুনের মতো ছড়াচ্ছে। সম্প্রতি করণ জোহরের বাড়িতেও একসঙ্গে দেখা যায় কুশা আর অর্জুনকে।

যদিও সেখানে আরও উপস্থিত ছিলেন তন্ময় ভাট, নিহারিকা এনএম, সুমুখী সুরেশ, ড্যানিশ সাইত এবং বেদান্ত লাম্বার মতো কনটেন্ট ক্রিয়েটররা। কুশাকে করণ জোহরের শো ‘কফি উইথ করণ’-এর সাত নম্বর সিজনেও দেখা গিয়েছিল।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে