বিনোদন ডেস্ক : বলিউডের ডার্টি পিকচারখ্যাত অভিনেত্রী বিদ্যা বালান বলেছেন, প্রতিটি মানুষকেই নিরাপত্তাহীনতা জড়িয়ে রাখে। আর এটা প্রতিটি মানুষই অনুভব করে।
এছাড়া তিনি বলেছেন, বলিউডে আরও দুটি অন্ধকার দিক রয়েছে। এর একটি হলো শুটিং শেষের স্টুডিও আর অন্যটি হচ্ছে মধ্যরাতের পর শুরু হওয়া পার্টি।
লেখিকা সুকন্যা ভেঙ্কাটারাঘবনের লেখা ‘ডার্ক থিংস’ উপন্যাসের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এসে ওই অভিনেত্রী এসব কথা বলেন।
এই অনুষ্ঠানে বিদ্যার কাছে সাংবাদিকরা জানতে চেয়েছিলেন ভবিষ্যতে কোন বই লিখবেন কিনা? এমন প্রশ্নে জবাবে স্পষ্টত উত্তর দিয়েছেন বিদ্যা। তিনি বলেছেন, এমন কোন পরিকল্পনা আমার নেই। আমি কিছু লিখব বলে মনে হয় না। সৃজনশীল ভাবনা আমার নেই, আমি আসলে লিখতে পারব না।
২ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন