মঙ্গলবার, ০২ ফেব্রুয়ারী, ২০১৬, ০৯:০৬:১৩

আমি প্লেন কিনতে চাই, কিন্তু এত টাকা নেই : শাহরুখ

আমি প্লেন কিনতে চাই, কিন্তু এত টাকা নেই : শাহরুখ

বিনোদন ডেস্ক : বলিউডের অন্যতম সেরা এবং সফল অভিনেতা তিনি। এক কথায় সবাই যেকে চেনে বলিউড কিং হিসেবে। তিনি কিং খান শাহরুখ। কিন্তু এমন কিছু জিনিসের চাহিদা থাকা শর্তেও তিনি নাকি অর্থের অভাবে তা কিনতে পরছেন না। কারণ বলিউড বাদশা জানিয়েছেন, তিনি একটি প্লেন কিনতে চান। কিন্তু তার কাছে এত টাকা নেই। কারণ, হাতে যে টাকা ছিলো তা নাকি তিনি সিনেমার পেছনেই খরচ করে পেলেছেন।

শাহরুখ বলেছেন, ‘আমি প্লেন কিনতে চাই, কিন্তু আমার এত টাকা নেই। আমি সব টাকা সিনেমায় ঢেলেছি। আমার সত্যিই মনে হয়, একটা প্রাইভেট প্লেন থাকলে ভালো হত। তাহলে আমি আরো বেশি কাজ করতে পারতাম। তবে একদিন আমি টাকা যোগাড় করবো। কিন্তু এখন আমার কাছে এত টাকা নেই। সব সময়ই একটা বিকল্প ভাবতে হয়, প্লেন কিনব, না সিনেমা তৈরি করব। আমি সিনেমাকে বেছে নি’ই।

৫০ বছরের বলিউড তারকা তার ফ্যানদের সঙ্গে এখন সরাসরি যোগাযোগ রাখছেন। তার ব্যক্তিগত ও পেশাদারি জীবন সম্পর্কে এখন অনেক খোলামেলা শাহরুখ। একটি লাইভ ভিডিও সোশ্যাল প্ল্যাটফর্ম এর মাধ্যমে অনুরাগীদের প্রশ্নের জবাব দিচ্ছেন তিনি।

ছোট পর্দায় অভিনয়ের পর বলিউডে আসেন শাহরুখ। তিনি শুধু একজন এন্টারটেইনারই নয়, সফল শিল্পোদ্যোগতাও। স্ত্রী গৌরীর সঙ্গে গড়ে তুলেছেন প্রোডাকশন কোম্পানি রেড চিলিজ এন্টারটেনমেন্ট।

তার জীবনের সবচেয়ে বড় উদ্বেগের কথা জানতে চাওয়া হলে শাহরুখ বলেছেন, ‘তার জীবনে অনেক উদ্বেগ রয়েছে। কারণ, জীবনে এ ধরনের পর্যায়ে পৌঁছলে এবং কাজ করলে অনেক কিছুর দিকে খেয়াল রাখতে হয়। তিনি বলেছেন, সবচেয়ে বড় উদ্বেগের বিষয়, সকলের কাছে ভালো থাকা, সবার প্রতি মনোযোগ দেয়া এবং প্রত্যেকের কথা চিন্তা করা। অনেক দিন আমি বলতে চেয়েছি। না, আমি এসব চাই না। কেউ তো আমাকে এর থেকে রেহাই দিক’।
২ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে