বিনোদন ডেস্ক : অনেক দিন ধরেই অসহিষ্ণুতা ইস্যুতে উত্তাল গোটা ভারত। ভারতে অসহিষ্ণুতা আছে, না নেই তা নিয়ে বাগযুদ্ধে দু’দলে ভাগ হয়ে গিয়েছেন দেশের অনেক মহারথীরা। এই বিতর্কে নাম জড়িয়েছে আমির খান, শাহরুখ, প্রিয়াঙ্কার মতো আরো অনেক বলিউড তারকারও। এ বার একটু ভিন্ন পথে হেঁটে এই বিতর্ককেই উস্কে দিলেন প্রবীন অভিনেতা অনুপম খের।
সম্প্রতি একটি মিডিয়াকে দেয়া সাক্ষাত্কারে একটি প্রশ্নের উত্তরে তিনি বলেন, 'প্রত্যেকেই এখন তাদের পেশায় ভয়ে দিন কাটান। এমনকি নিজেকে এখন হিন্দু বলে পরিচয় দিতেও আমার ভয় করে।' এর সঙ্গে তিনি আরো বলেন, 'কপালে তিলক লাগাতে বা গেরুয়া কাপড় পড়তেও আজকাল ভয় করে। কারণ, এর পেছনেও আজকাল অন্য কারণ ভেবে নিতে পারে। আমাকে আরএসএস বা বিজেপির সমর্থকও ভেবে নেয়া হতে পারে।'
বলিউডের প্রবীন অভিনেতা সম্প্রতি পদ্ম পুরস্কার পেয়েছেন এবং তা নিয়েও কেউ কেউ তাকে কটাক্ষ করতে ছাড়েননি। অনেকেই মনে করছেন, অনুপমের জবাব সেই কটাক্ষেরই উত্তর হয়তো। তবে তার এই মন্তব্যে দেশের নানা মহলে বিতর্কের ঝড় তুলে দিয়েছে।
২ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই