মঙ্গলবার, ০২ ফেব্রুয়ারী, ২০১৬, ১১:১১:১৬

তিন খানকে নিয়ে এবার করণের অন্য ধাঁচের সিনেমা

তিন খানকে নিয়ে এবার করণের অন্য ধাঁচের সিনেমা

বিনোদন ডেস্ক : ‘দোস্তানা’ সিনেমায় অভিষেক বচ্চন আর জন অ্যাব্রাহামের কেমিস্ট্রিটা মনে আছে হয়তোবা সবারই? যা দেখে অনেকেরই চোখ কপালে উঠত! ভাবুন তো, যদি এরকমই অন-স্ক্রিন কেমিস্ট্রি দেখা যায় বলিউডের তিন পাওয়াফুল খানেদের মধ্যে? আর সে ছবির মূল প্রতিপাদ্য বিষয় একেবারে অন্যধাচের হবে?

এমনই একটি কথার শোনা যাচ্ছে এখন বলিউডের বাতাসে। আর সেই জল্পনার সূত্রপাত করেছেন করণ জোহর। সম্প্রতি মনোজ বাজপেয়ীর ‘আলিগড়’ সিনেমার ট্রেলার লঞ্চে অনুষ্ঠানে এসেছিলেন তিনি। সেখানেই তিনি বললেন, শাহরুখ, আমির এবং সালমান এই তিন খানকে নিয়ে একটি সিনেমা করার ইচ্ছা রয়েছে তার। কিন্তু তিনি যে থিমটি নিয়ে ভাবছেন, যদি তিন খান এই স্ক্রিপ্ট অনুযায়ি অভিনয়ে রাজি থাকেন তাহলেই আর দেরি নয়।

‘এফিমিনেট’ বলে ছোটবেলা থেকেই অনেক ঠাট্টা-বিদ্রুপ সহ্য করতে হতো, একথা বহু বার বলেছেন করণ জোহর। নিজের জীবনের সেই স্মৃতি থেকেই কি তিনি লিখবেন স্ক্রিপ্ট? সে যাই হোক, তিন খান কে করণের ছবিতে একসঙ্গে দেখাটাই একটা বিশাল পাওনা দর্শকদের নিকট তা আর বলার অপেক্ষা রাখেনা। কিন্তু তিন খান রাজি হবেন তো?
২ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে