বিনোদন ডেস্ক : সালমান খানের বয়স কত? এমন প্রশ্ন করা হলে অনেকেই আমার আগে উত্তর দিয়ে দেবেন। কারন এই বিষয়টি সবারই জানা। কিছুদিন আগে খুব ঘটা করে পালন করেছিলেন ৫০ তম জন্মদিনের অনুষ্ঠান। কেকও কেঁটেছিলেন কোটি টাকার। কিন্তু হঠাই শোনা গেল সালমান খানের আসল বয়সের কথা। কি, অবাক লাগছে? অবাক হলেও ঘটনাটি সত্যি। কারণ সম্প্রতি সালমান খেনর একটি ভোটার আইডি কার্ডে দেখা গেলো তার বয়স ৬৪ বছর!
ভোটার আইডি কার্ডটিতে সালামের বয়সের পার্থক্য থাকলেও ছবি এবং বাবার মানের মাঝে কোন প্রকার প্রার্থ খুজে পাওয়া গেলোনা। সেখানে সালমান খানের বাবার নাম দেয়া রয়েছে সেলিম খান। তাহলে একোন সালমান খান? কারণ আমাদের জানা মতে সালমান খানের তো কোন যমজ ভাই নেই। তাহলে এই সালমান খান কে? দুঃখজনক হলেও সত্য আইডি কার্ডে ছবির মিল থাকলেও তিনি আসলে বলিউড হিরো সালমান খান নয়। এই মজার ঘটনাটি ঘটেছে ভারতের হায়দারাবাদে।
সম্প্রতি হায়দরাবাদের পৌরসভা ভোটে এক ভোটদাতার পরিচয়পত্র দেখতে গিয়ে চোখ কপালে ওঠে অফিসারদের৷ তার হাতে ধরা সালমান খানের ভোটার আইডি কার্ড৷ ছবি বলিউড হিরা সালমানেরই৷ শুধু বয়সের জায়গায় লেখা ৬৪৷ কোথা থেকে এল এই সালমানের ভুয়ো ভোটার কার্ড তা অনেক খতিয়ে দেখার ব্যাপার৷ আপাতত ওই ভোটদাতাকে ভোট দেয়ার অনুমতি দেননি অফিসাররা৷
এ ঘটনাকে সামনে রেখেই নিজেদের ক্ষোভ প্রকাশ করেছেন এলাকার বাসিন্দারা৷ তাদের মতে, ভোটার কার্ড তৈরির সময় কি পরিমাণে গাফিলতি হয়, এই ঘটনাই তার প্রমাণ দিচ্ছে৷ সৈয়দ হায়দার নামে জনৈক ব্যক্তি অভিযোগ জানিয়ে বলেন, ‘যারা সত্যি ভোটার তারা কার্ডই পাননি৷ তাদেরকে না জানিয়েই নাম তালিকা থেকে মুছে দেয়া হচ্ছে৷’ এ অভিযোগ কতটা সত্যি, তা তদন্তস্বাপেক্ষ৷ আপাতত সালমানের আর ভোট দেয়া হল না হায়দরাবাদে৷
২ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই