বুধবার, ০৩ ফেব্রুয়ারী, ২০১৬, ১২:১৫:১৪

পুলিশ সদস্যদের হৃদয় মাতিয়ে তুললেন পরীমণি

পুলিশ সদস্যদের হৃদয় মাতিয়ে তুললেন পরীমণি

বিনোদন ডেস্ক : ঢাকাই চলচ্চিত্র জগতের বর্তমান সময়ের আলোচিত নায়িকা নায়িকা পরী মনি। তাকে নিয়ে মেতে আছেন সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে পুরো মিডিয়া পাড়া। কিন্তু এই নিয়ে তার বিন্দুমাত্র মাথা ব্যাথা নেই। তিনি সদর্পে মাতিয়ে চলেছেন স্টেজ। আজ সন্ধ্যা রাজারবাগ পুলিশ লাইনসে ক্ষুদে গানরাজখ্যাত কর্নিয়ার সুরেলা কণ্ঠের ছন্দে মাতিয়ে তুললেন তিনি।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ মঙ্গলবার সন্ধ্যা থেকে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসের প্যারেড গ্রাউন্ডে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অার এই অনুষ্ঠান মঞ্চ মাতিয়ে তুললেন হালের আলোচিত নায়িকা পরীমণী। এসময় পুলিশ সদস্যদের মুখে শুধু পরীমনি পরীমনি শ্লোগান শোনা যাচ্ছিলো। সর্বশেষ রাত ১১ টার দিকে মনোজ্ঞ ফায়ার ওয়ার্কসের মাধ্যমে এই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ আয়োজিত এই কনসার্টে আরো পারফর্ম করেন কণ্ঠশিল্পী মমতাজ, এসআই টুটুল, কর্নিয়া,পার্থ বড়ুয়া। এবং আরো পারফর্ম করেন, চিত্রনায়ক ইমন, লাক্স তারকা তারিন, মডেল নিরব, নাজিরা মৌ, পরী মনিসহ শোবিজের একঝাঁক তারকা। ছিলেন, নায়করাজ রাজ্জাক, আলমগীর, ওমর সানি, আফসানা মিমিসহ আরো অনেকেই।

অনুষ্ঠানে এই সময় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, তথ্যমন্ত্রী হাসানুল হোক ইনু, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক, ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়াসহ পুলিশের ওসি থেকে শুরু করে ঊর্ধ্বতন কর্মকর্তারা।
২ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে