বিনোদন ডেস্ক : গুলাম আলির পাল্টা? অনুপম খেরের ভিসার আবেদন নাকি বাতিল করেছে পাকিস্তান দূতাবাস। সদ্য পদ্মভূষণ প্রাপ্ত অভিনেতা ৫ ফেব্রুয়ারি করাচি সাহিত্য উৎসবে আমন্ত্রণ পেয়েছেন। আরও ১৭ জনও ওই উৎসবে আমন্ত্রিত। তাদের সবাইকে ভিসা দিলেও শুধু তাকেই আটকে দেওয়া হয়েছে বলে অনুপম খের জানিয়েছেন।
পাকিস্তান দূতাবাসের মুখপাত্র মনজুর আলি মেমন অবশ্য দাবি করছেন, অনুপম নাকি ভিসার জন্য আবেদনই করেননি! ভিসার আবেদন গৃহীত হওয়ার রসিদও দেখতে চেয়েছেন। অনুপমের জবাব, মিথ্যে বলছে পাক হাইকমিশন। ‘আমি কাশ্মীরি পণ্ডিত বলেই এটা করা হয়েছে’, তিনি লিখেছেন টুইটারে।
জন্মসূত্রে কাশ্মীরি পণ্ডিত অনুপম ক’দিন আগেই জম্মু–কাশ্মীরে ৩৭০ ধারা তুলে দেওয়ার পক্ষে সওয়াল করেছিলেন। বলেছিলেন, এর সুফল ভোগ করছেন শুধু বিচ্ছিন্নতাবাদীরা। অসহিষ্ণুতার ইস্যুতে সোচ্চারে দাঁড়িয়েছেন মোদি সরকার এবং বিজেপি–র পাশে।। ভারতের কেন্দ্রীয় সরকারকে বিষয়টি দেখার অনুরোধ জানিয়েছেন অনুপম।
উল্লেখ্য, গত মাসে আরও একবার মুম্বাইয়ে বাতিল হয়েছে গজল সম্রাট গুলাম আলির অনুষ্ঠান। শিবসেনার হুমকিতে। এই নিয়ে দু দেশের মধ্যে তিক্ততা আছেই। তার ওপর বি জে পি–ঘনিষ্ঠ অনুপমের ৩৭০ ধারা নিয়ে মুখ খোলা। ভিসার আবেদন বাতিল করা হয়ে থাকলে, তার পেছনে কি কাজ করেছে এই সব বিষয়?
৩ ফেব্রুয়ারি, ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস