বুধবার, ০৩ ফেব্রুয়ারী, ২০১৬, ০৯:০১:৫৩

কারিশমার কাছে আরবাজ খান, কি কথা তাহার সনে?

কারিশমার কাছে আরবাজ খান, কি কথা তাহার সনে?

বিনোদন ডেস্ক : বিচ্ছেদ ঠেকাতে স্ত্রীর বান্ধবী কারিশমা কাপুরের দারস্থ হলেন এবার সালমান খানের ভাই আরবাজ খান। তবে কারিশমা কাপুর এ নিয়ে মালাইকা অরোরার সাথে কথা বলবেন বলে আরবাজ খানকে আশ্বস্ত করেছেন।

গুঞ্জনে শোনা যায়, আরবাজ খানের সাথে মালাইকা অরোরার ১৭ বছরের সংসার জীবনে ইতি ঘটতে যাচ্ছে। বলা হচ্ছে, মালাইকা অরোরা ব্রিটিশ এক ব্যবসায়ীর প্রেমে পড়ার করণেই অারবাজ খানের কাছে বিচ্ছেদ চেয়েছেন।

এদিকে খবর পাওয়া গেছে, আরবাজ খান ও মালাইকা অরোরা এখন পৃথক দু'টি ফ্ল্যাটা বসবাস করছেন। আর এই আলাদা বসবাসের কারণে তাদের বিচ্ছেদের ব্যাপারটি যে মিথ্যে নয়, তা এখন অনেকের কাছেই স্পষ্ট।

যদিও, মালাইকার ম্যানেজার দাবি করেছেন, আরবাজ এবং মালাইকা কে অপরকে যথেষ্ট ভালবাসেন। তাই, তারা আলাদা হবেন না। কিন্তু, মালাইকার ম্যানেজারের কথাতেও থামছে না গুঞ্জন।

শোনা যাচ্ছে, সম্প্রতি এক ব্রিটিশ ব্যবসায়ীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন মালাইকা। আর তাই, এবার আরবাজের সঙ্গে সম্পর্ক ভাঙতে চলছেন তিনি।
৩ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে