সীমান্ত প্রধান : ‘সাকিব আল হাসান খুব আহঙ্কারি! তাকে বাইরে থেকে দেখলে যেই কেউ এমনটাই ভাববেন। আসলে এই ব্যাপার তার মধ্যে একেবারেই নেই। খুব আমুদে ও হাসিখুশি একজন মানুষ সাকিব আল হাসান।’
বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান প্রসঙ্গে এ কথাগুলো বলেছেন টিভি ও মঞ্চ অভিনেত্রী শ্রিয়া সর্বজয়া।
সাকিব আল হাসানের সাথে জুটি বেঁধে শ্রিয়া সর্বজয়া একটি আইসক্রিম প্রস্তুতকারী প্রতিষ্ঠানের বিজ্ঞাপনচিত্রের কাজ শেষ করলেন। গত সোমবার ঢাকার তেজগাঁওয়ের একটি স্টুডিওতে বিজ্ঞাপনচিত্রটির কাজ করা হয়।
এই বিজ্ঞাপনচিত্রের পরিচালক জিবরান তানভীর। শিগগিরই বিভিন্ন টেলিভিশন চ্যানেলে এটির প্রচার শুরু হবে।
সাকিব আল হাসান এর আগে অনেক বিজ্ঞাপনচিত্রে কাজ করলেও শ্রিয়ার জন্য এটিই প্রথম। তবে প্রথম বিজ্ঞাপনে সাকিব আল হাসানকে পেয়ে বেশ উচ্ছ্বসিত শ্রিয়া।
শ্রিয়া জানান, সাকিব আল হাসান বিশ্ব সেরা অলরাউন্ডার। তার সাথে বিজ্ঞাপনচিত্রে কাজ করতে পেরে আমি খুব উচ্ছ্বসিত। আমার জন্য ব্যাপারটি অনেক সম্মানেরও বটে।
সাকিব প্রসঙ্গে শ্রিয়া বলেন, তিনি সত্যি খুব আমুদে ও হাসিখুশি। কাজের সময় একটাবারও তিনি বুঝতে দেননি, ক্রিকেট বিশ্বের কত বড় তারকা তিনি। তার সঙ্গে পর্দা ভাগাভাগির এই ব্যাপার দীর্ঘদিন মনে থাকবে।’
৩ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন