বুধবার, ০৩ ফেব্রুয়ারী, ২০১৬, ১০:৪০:২৭

মানুষ খেকো পিরানহার কবলে দেব!

মানুষ খেকো পিরানহার কবলে দেব!

বিনোদন ডেস্ক : এর আগে একবার সিংহের সাথে লড়েছিলেন টালিগঞ্জের সুপারস্টার দেব। আর এবার তিনি প্রস্তুত হচ্ছে ভয়ঙ্কার পিরানহার সাথে লড়াই করতে।

‘‌চাঁদের পাহাড়' চলচ্চিত্রের সিক্যুয়াল ‘চাঁদের পাহাড়-টু’ সিনেমায়া অ্যামাজনের ওই মানুষ খেকো মাছের সাথে দেবকে লড়তে দেখা যাবে। খুব শিগগরিই শুরু হবে ছবিটির শুটিং।

এই তো কয়েকদিন অ্যামাজন থেকে কয়েকদিন আগেই ফিরেছেন পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়। তিনি জানিয়েছেন, ব্রাজিলের মানাউসে হবে তাদের বেস ক্যাম্প। রিও নেগ্রো ও রিও সোলিমোয়েস নদীতে তারা শুটিং করবেন। আর দেবকে দেখা যাবে পানির তলায় শুটিং করতে। ছবিতে অ্যানাকোন্ডা থেকে জাগুয়ার, র‍্যাটেল স্নেকেরও দেখা মিলবে।

দেব জানিয়েছেন, ছবির জন্য তিনি সাঁতার শিখছেন। কারণ তাকে যে পানির নিচে পিরানহা আর কুমিরের সঙ্গে লড়াই করতে হবে। ছবিতে ১০ ব্রাজিলিও অভিনেতাকেও নাকি দেখা যাবে। এক ইতালিয় অভিনেত্রী শঙ্করের বান্ধবীর চরিত্রে অভিনয় করবেন।
৩ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে