সীমান্ত প্রধান : অসাধারণ ব্যক্তিত্বপূর্ণ একজন মানুষ মাশরাফি বিন মূর্তজা। এমনটাই জানালেন টিভিসি দুনিয়ার প্রখ্যাত নির্মাতা আদনান আল রাজীব।
সম্প্রতি এই নির্মাতা টাইগার অধিনায়ক মাশরাফিকে নিয়ে একটি বহুজাতিক প্রতিষ্ঠানের বিজ্ঞাপন নির্মাণ করবেন। আগামী ৪ তারিখ থেকে বিজ্ঞাপনটির শুটিং শুরু হবে।
এর আগে মাশরাঢি একাধীক বিজ্ঞাপনের মডেল হয়েছেন। যা ইতোমধ্যে মাশরাফি ভক্তদের মাঝে ব্যাপক আলোড়ন তুলেছে। আর সেই ধারাবাহিকতায় আদনান এবার মাশরাফিকে নিয়ে তৈরি করবেন এ বিজ্ঞাপন। মাশরাফির সাথে এই নির্মাতার এটাই প্রথম কাজ।
আদনান রাজীব জানিয়েছেন, ব্যক্তিগতভাবে আমি নিজেও মাশরাফির একজন ভক্ত। তাই আমার এই বিজ্ঞাপনের থিমটাও সাজিয়েছি একটু ভিন্ন আঙ্গিকে।
তিনি বলেন, আশা করছি সারা দেশব্যপী মাশরাফির যে অগনিত ভক্তকুল রয়েছে, তারা এই বিজ্ঞাপনচিত্রের মাধ্যমে মাশরাফিকে নতুন এক গল্পেই দেখতে পাবেন।
উল্লেখ্য, সম্প্রতি টাইগার অধিনায় মাশরাফির জীবনিগ্রন্থ প্রকাশিত হয়েছে ‘মাশরাফি’ নামে। দেবব্রত মুখোপাধ্যায় এর লেখা মাশরাফির এই জীবনিগ্রন্থ এবারের বইমেলায় রয়েছে পাঠক চাহিদার শীর্ষ তালিকায়।
৩ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন