বুধবার, ০৩ ফেব্রুয়ারী, ২০১৬, ০১:১৮:১৪

ইউটিউবে তাহসানের ডাবল ধামাক্কা

ইউটিউবে তাহসানের ডাবল ধামাক্কা

বিনোদন ডেস্ক : টিভি নয়, ইউটিউবের জন্য নতুন একটি নাটকে অভিনয় করতে চলেছেন বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান।

কাইনেটিক নেটওয়ার্কের প্রযোজনায় ও মিজানুর রহমান আরিয়ানের পরিচালনা ‘তাই তোমাকে’ শিরোনামের নাটকটিতে তাহসানের সাথে জুটি বেঁধে কাজ করবেন সুজানা জাফর।

এই নাটকটিতে শুধু অভিনয় নয়, এখানে সাজিদ সরকারের মিউজিকের ‘ভালোবাসার মানে’ শিরোনামের একটি গানও গেয়েছেন তাহসান।

খুব শিগগিরই এই নাটকটির শুটিং শুরু হবে। এটি বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে ইউটিউবে উন্মুক্ত করা হবে দর্শকদের জন্য্ নাটকি বিরতীহিনভাবেই প্রচার হবে।

রোমান্টিক ঘরানার এই নাটকটি নিয়ে নির্মাতা মিজানুর রহমান আরিয়ান জানিয়েছেন, 'এইটা আসলে খুবই আনন্দের কথা যে রোমান্টিক নাটকের ক্যাটাগরিতে আমার নাটক মানুষ ইউটিউবে বেশি দেখেছে। ইউটিউব এবং আমার দর্শকদের অসংখ্য ধন্যবাদ। আশা করি এবারের নাটকটিও দর্শকরা পছন্দ করবে'।  

উল্লেখ্য, ইউটিউবে আরিয়ানের নির্মাণে তাহসান অভিনীত নাটকগুলো যথেষ্ট জনপ্রিয়। সেই জনপ্রিয়তার কারণেই ইউটিউব থেকে যোগাযোগ করা হয় কাইনেটিক নেটওয়ার্কের জুয়েল মোরশেদ এর মাধ্যমে। এটি ইউটিউবের প্রথম কোন কমার্শিয়াল নাটক হতে যাচ্ছে।


নাটকের নাম ‘তাই তোমাকে’। তাহসানের সঙ্গে এতে অভিনয় করবেন সুজানা জাফর, হীরা সহ আরও অনেক। নাটকে শুধু অভিনয় নয়, এখানে সাজিদ সরকারের মিউজিকের ‘ভালোবাসার মানে’ শিরোনামের গানও গেয়েছেন তাহসান।

নাটকটি প্রযোজনা করছে কাইনেটিক নেটওয়ার্ক। নাটকটি ইউটিউব এ উন্মুক্ত হবে ভালোবাসা দিবসে। প্রচারিত হবে বিরতিহীন।

নাটকটির শুটিং খুব শিগগিরই শুরু হবে বলে জানিয়েছেন পরিচালক আরিয়ান।
৩ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে