বিনোদন ডেস্ক : নায়িকা যখন বিপদে পড়েন, তখন তাকে সে বিপদ থেকে উদ্ধার করেন নায়ক। এমন ঘটনা হরহামেশাই সিনেমার পর্দাতে দেখা যায়।
তবে এতদিন সিনেমায় দেখা ঘটনার বাস্তবরূপ দেখা গেলো। আর তা দেখালেন ইমরান হাসমি। তিনি তার নায়িকা নার্গিস ফাখরিকে এসে উদ্ধার করলেন বিপদ থেকে।
ক্রিকেটার আজহারউদ্দিনের বায়োপিকের শুটিং নিয়ে এখন ব্যস্ত আছেন ইমারান এবং নার্গিস ফাখরি। এই ব্যস্ততার মধ্যেই হঠাৎ করেই উটকো এক ঝামেলায় পড়েন নার্গিস। এক ব্যক্তি ক্রমাগত তার ছবি তুলতে এবং ভিডিও করতে থাকে। বিষয়টি বুঝতে পেরে ভীষণ অস্বস্তিবোধ করেন এ অভিনেত্রী।
কাছেই ছিলেন ইমরান হাসমি। পরে নায়ক ওই ব্যক্তির কাছে এগিয়ে যেতেই সেই স্থান ছেড়ে চলে যান ওই ব্যক্তি।
নার্গিস বলেন, যখন কেউ ক্রমাগত আপনার ভিডিও রেকর্ড করবে, আপনি বিষয়টি বুঝতে পারবেন। আমি বিষয়টি বুঝতে পেরে ওই ব্যক্তিকে ভিডিও করতে নিষেধ করি। কিন্তু তিনি আমার কথাকে পাত্তা দেয়নি।
ইমরান হাসমি বলেন, ওই ভদ্রলোক তার সীমা ছাড়িয়ে গিয়েছিল। আমি শুধু তাকে বলেছি, শক্ত কোনো পদক্ষেপ নেওয়ার আগেই তিনি যেন চলে যান।
৩ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন