বিনোদন ডেস্ক: আগের চেয়ে একটু বেশিই সংগীত নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন মোস্তাফিজ। গত বছর আরিফ হোসাইনকে সঙ্গী করে ‘দ্বিমাত্রিক’ শিরোনামে একটি অ্যালবাম প্রকাশ করেন তিনি। এই অ্যালবামে তার সংগীতায়োজনে জনপ্রিয় সংগীতশিল্পী এফ এ সুমনের গাওয়া ঘুম পাড়ানী বন্ধু শীর্ষক গানটি ওয়েলকাম টিউনে তৃতীয় স্থান দখল করে। আর সে থেকে মিডিয়া পাড়ায় আলোচনায় আসেন অনু।
কিছুদিনের মধ্যে অণু তার নিজের একক অ্যালবামের কাজ শুরু করবেন বলেও জানিয়েছেন গণমাধ্যমকে। নিজের একক এ্যালবাম নিয়ে জানান, ‘সংখ্যা নয়, মানের দিকটি গুরত্ব দিয়েই কাজ করতে চাই। আর শ্রোতাদের হৃদয়ে বেঁচে থাকার জন্য ভালো একটি গানই যথেষ্ট। তা ছাড়া ভালো গানের আবেদন সব সময় সমান। সেই চেষ্টা চালিয়ে যাচ্ছি। আশা করছি, সামনে ভালো কিছু কাজ শ্রোতাদের উপহার দিতে পারব।’
আর কিছুদিনের মধ্যে অনু একসঙ্গে তিনটি অ্যালবাম নিয়ে শ্রোতাদের মাঝে হাজির হচ্ছেন । এর মধ্যে রাজিব শাহের একক অ্যালবামের ৭টি গানের কাজ সম্পন্ন করেছেন। তা ছাড়া, বেলাল খান, অয়ন, উত্তম ঘোষ ও তার নিজের সুরে একটি একক ও একটি মিক্সড অ্যালবামের কাজ শুরু করেছেন।
৩ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর