বুধবার, ০৩ ফেব্রুয়ারী, ২০১৬, ০৩:২৬:১২

এবার ব্যাডমিন্টন তারকা হতে চাইছেন দীপিকা

এবার ব্যাডমিন্টন তারকা হতে চাইছেন দীপিকা

বিনোদন ডেস্ক : ব্যাডমিন্টন তারকা সাইনা নেহওয়ালের চরিত্রে অভিনয় করতে চান দীপিকা পাডুকোন। এই ব্যাডমিন্টন তারকার বায়োপিকে অভিনয় করতে পারলে ভালো লাগবে বলে জানিয়েছেন তিনি।

একটি সংবাদমাধ্যমের অনুষ্ঠানে হাজির হয়ে দীপিকা জানিয়েছেন, ব্যাডমিন্টন তারকা সাইনার সঙ্গে তার সম্পর্ক বেশ ভালো। তারা একসঙ্গে অনেক ভালো সময় কাটিয়েছেন।

এদিকে, দীপিকার কথায় বেশ খুশি সাইনা নিজেও। তিনি জানিয়েছেন, দীপিকা অবশ্যই অনস্ক্রিনে তার চরিত্র ফুটিয়ে তুলতে পারবেন। জনপ্রিয় একজন ব্যাডমিন্টন খেলোয়াড়ের মেয়ে তিনি। তাই, সিলভার স্ক্রিনে দিপিকাই তার চরিত্র সবচেয়ে ভালো ফুটিয়ে তুলতে পারবেন বলেও এই ব্যাডমিন্টন তারকার মনে করেন।

শুধু তাই নয়, প্রকাশ পাডুকনের মেয়ে দীপিকা পাডুকনও যে আদতে ব্যাডমিন্টনটা ভালই খেলেন, সে কথাও জানিয়েছেন সাইনা। সুতরাং, সাইনা নেহওয়ালের বায়োপিক তৈরি হলে, সেখানে যে ভবিষ্যতে দীপিকাকেই দেখা যেতে পারে, তা নিয়েই আলোচনা শুরু হয়েছে বলিউডেজুড়ে।

সম্প্রতি, চিত্র পরিচালক আমল গুপ্তা জানিয়েছেন, ভারতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নদের ওপর একটি সিনেমা তৈরি করবেন। আর সেখানেই সাইনা এবং সানিয়া মির্জার জীবন তুলে ধরা হবে বলেও জানা যাচ্ছে।
৩ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে