বুধবার, ০৩ ফেব্রুয়ারী, ২০১৬, ০৩:৩৭:৫৪

মেয়েদের নথ রণবীরের নাকে, কেন?

মেয়েদের নথ রণবীরের নাকে, কেন?

বিনোদন ডেস্ক : বলিউডে ফ্যাশন সচেতন অভিনেতা হিসেবে ধরা হয় রণবীর সিংহকে। কিন্তু হঠাৎ করে তিনি এ কোন ফ্যাশন নিয়ে এলেন! যা একেবারেই নাকে পরে নিলেন নথ!

না, ঘাবড়ে যাবেন না। এটা স্থায়িভাবে তিনি পরেন নি। একটি জনপ্রিয় ম্যাগাজিনের ফটোশুটের জন্য এই নথ পরতে হয়েছে তাকে।

ওই ছবিতে নীল শার্টের সঙ্গে হালকা দাড়িতে বেশ কনফিডেন্ট দেখতে লাগছে তাকে। নাক থেকে ঝোলানো নথের চেন চলে গিয়েছে কান পর্যন্ত। বেশ অন্যরকম লুকে নিজেকে সাজিয়েছেন তিনি।

রণবীরের এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, এই নতুন গয়না পরে নায়ক বেশ এনজয় করছেন। তবে তার ‘লেডি লভ’ দীপিকার কেমন লেগেছে তা অবশ্য জানা যায়নি। সম্প্রতি ‘বাজিরাও মস্তানি’ ছবিতে দীপিকাকে নথ পরতে দেখা গিয়েছে। তাই তো প্রশ্ন উঠেছে, দীপিকা নিজে নথ পরলেও প্রেমিকের নথ পরা কি মেনে নেবেন?
৩ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে