বুধবার, ০৩ ফেব্রুয়ারী, ২০১৬, ০৩:৪৮:১৮

পাকিস্তান ভিসা দিতে রাজি, নিতে নারাজ অনুপম খের

পাকিস্তান ভিসা দিতে রাজি, নিতে নারাজ অনুপম খের

বিনোদন ডেস্ক : পাকিস্তানের ভিসা আর অনুপম খের ইস্যু নিয়ে ভারতে জল কম ঘোলা হচ্ছে না। প্রথমে অনুপম খের দাবী করেছিলেন তিনি ভিসার আবেদন করলেও পাকিস্তান তা নাকোচ করে দিয়েছে।

তবে তার এই দাবীর প্রেক্ষিতে পাকিস্তান হাই কমিশন বলেছেন, অনুপম খের ভিসার জন্য আবেদন করেন নি। এই করেন নি, করেছি নিয়ে দারুণ সমালোচনা চলছে এখন ভারতজুড়ে।

এদিকে এবার পাকিস্তান সরকারের পক্ষ থেকে অনুপম খেরকে ভিসা দেয়ার প্রস্তাব দিলেও অনুপম খের তা ফিরিয়ে দিয়েছেন বলেই জানা গেছে।

জানা গেছে, পাকিস্তানের পক্ষ থেকে ভিসা দেওয়ার জন্য অনুপম খেরের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। তাকে ভিসা দিতে আগ্রহি পক্স্তিান। কিন্ত পাকিস্তানের এমন ডাকে সাড়া দেন নি বলিউডের এই শক্তিমান অভিনেতা। আজ বুধবার টুইটারে একথা জানিয়েছেন অভিনেতা অনুপম খের নিজেই।

উল্লেখ্য, পাকিস্তান অনুপম খের ভিসা আবেদন বাতিল করেছে। এ খবর প্রকাশ হওয়ার পরই রাজনৈতিক মহল থেকে টিনসেল টাউন শোরগোল পড়ে যায় সর্বত্র। নড়েচড়ে বসে পাক প্রশাসনও।

এরপরই টুইটারে পাকিস্তান হাই কমিশনার আব্দুল বাসিত অনুপম খেরকে জানান, তারা এখনও পর্যন্ত অভিনেতার কোনও ভিসা আবেদন পাননি। তাদের হাতে এসে পৌঁছায়নি অনুপম খেরের ভিসা আবেদন।  

বাসিত আরও বলেন, অনুপম খের আজই আবেদন করুন। কয়েকঘণ্টার মধ্যে সব ব্যবস্থা হয়ে যাবে। অভিনেতার করাচি সফরে কোনও অসুবিধা হবে না। একইসঙ্গে তিনি বলেন, কে বা কারা তাকে NOC  দিতে অস্বীকার করেছিল, তা তার জানা নেই।  

যার প্রতিক্রিয়ায় আজ সকালে খের টুইট করে ধন্যবাদ জানান বাসিতকে। বলেন, ‌‘করাচি সফরের জন্য আমাকে ভিসা দিতে চাওয়ায় ধন্যবাদ। কিন্তু, আমি এখন আর ওই দিনগুলিতে ফাঁকা নেই।’

৫ ফেব্রুয়ারি থেকে করাচিতে শুরু হবে সাহিৎ উৎসব। সেখানে অনুপম খেরকে সম্মানিত অতিথি করা হয়েছিল। শুধু তাই নয়, পাকিস্তানের ভিসার জন্য কংগ্রেস নেতা সালমান খুরশিদ ও অভিনেত্রী নন্দিতা দাসের ভিসা আবেদন গৃহীত হলেও তারটি বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন অনুপম খের।
৩ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে