বিনোদন ডেস্ক : টলিউড অভিনেত্রী মধুমিতা সরকার। প্রায়ই থাকেন আলোচনায়। কিন্তু তাকে নিয়ে সমালোচনাটাই চলে বেশি। কখনো তার ছবি-ভিডিও নিয়ে আবার কখনো বা নানা কাণ্ড ঘটিয়ে সমালোচিত হয়েছেন। এবার তাকে নিয়ে উঠেছে নতুন বিতর্ক।
সম্প্রতি মধুমিতা গিয়েছিলেন ভারতের অরুণাচল প্রদেশে শুটিং করতে। এরপর থেকে সেখানকার বেশকিছু ছবি তিনি পোস্ট করেই চলেছেন। এমনই একটি ঘুরতে যাওয়ার ছবি পোস্ট করে কটাক্ষের শিকার হয়েছেন অভিনেত্রী। ছবিতে দেখা যাচ্ছে, কাঠের বারান্দায় বসে রোদ পোহাচ্ছেন মধুমিতা। সোনালি রোদ এসে পড়েছে তার মুখে।
বোঝা যাচ্ছে, মেকআপের লেশমাত্র নেই। আর এই ছবি দেখতেই ভক্তদের একাংশ উপচে পড়েন নায়িকার দিকে। সেই পোস্টে একজন মন্তব্য করেছেন, লিপস্টিক ছাড়া আপনার ঠোঁট তো বীভৎস!
অন্যজন লিখেছেন, মেকআপ ছাড়া আপনাকে তো চোখে দেখা যাচ্ছে না! আবার কেউ লিখেছেন, মুখে রং মেখে মেখে আপনার আসল চেহারাই ঢাকা পড়ে গিয়েছে। অনেকেই আবার মেকআপ সুন্দরী বলে আখ্যা দিয়েছেন। তবে এসব নেতিবাচক মন্তব্যের কোনো উত্তর দেননি মধুমিতা। কোনোদিনই এই ধরনের মন্তব্যে গুরুত্ব দিতে রাজি নন তিনি।
সদ্য ফিরেছেন শিলাদিত্য মৌলিকের নতুন সিনেমা ‘কে প্রথম কাছে এসেছি’র শুটিং শেষ করে। গুঞ্জন রয়েছে, খুব শিগগিরই একটি হিন্দি ছবির শুটিং শুরু করবেন তিনি।