বিনোদন ডেস্ক : ‘প্রধান’-এর শুটিং চলছে। জ্বরটর নিয়ে দেব চালিয়ে যাচ্ছিলেন শুটিং। মাঝে মাত্র এক দিনের ঝটিকা সফরে তিনি হাজির হয়েছিলেন কলকাতায়। পূজায় আসবে ‘বাঘাযতীন’।
সৃজা দত্তকে নিয়ে এলেন। পরপর তিনটি ছবিতে নতুন হিরোইন নিয়ে কাজ? কোন স্ট্র্যাটেজি মেনে এমন সিদ্ধান্ত তাঁর? দেব বললেন, “এখন তো খুব কন্টেন্ট নির্ভর ছবি হচ্ছে। তাই আমাদের গিয়ে মনে হয়েছে কোথাও গিয়ে এই মেয়েটাকেই দরকার। আমাদের মনে হয়েছিল এই চরিত্রের জন্য এরকম একটা লুক দরকার।”
আর তাঁর নায়িকা হতে চাইলে, কী শর্ত রয়েছে, যা না মানলেই নয়? একটু হেসে নায়ক যোগ করলেন, “অন্য রকমের ছবি হচ্ছে সব। তাই ওভাবে শর্ত দেওয়া যায় না। তাই আজকে বলাটা ডিফিকাল্ট যে আমি আমার পরবর্তী ছবিতে কেমন নায়িকা খুঁজছি।”
রীতিমতো অডিশন দিয়ে এই ছবি মিলেছিল সৃজার।
পুরো ব্যাপারটাই যেন স্বপ্নের মতো লাগছে এই কলেজ পড়ুয়ার। প্রায় ৯২ জন চরিত্র রয়েছে গোটা ছবিতে। শুধু কি তাই? ক্ষুদিরাম বসু থেকে শুরু করে চারুচন্দ্র– এই সবাইকে খুঁজে বের করা সহজ ছিল না। এই পুরো কাজটাই একা হাতে সামলেছেন দেব ও তাঁর টিম। পুজোয় মুক্তি পাবে তাঁর ছবি। দর্শকের কতটা ভাল লাগে, এখন সেটাই দেখার।