বিনোদন ডেস্ক : আপনাকে যদি এখন প্রশ্ন করা হয়, বলিউডের কোন অভিনেতা বা অভিনেত্রী সব চেয়ে বেশি জনপ্রিয়? এমন প্রশ্নে উত্তরে আপনি নিশ্চয় আপনার প্রিয় অভিনেতা বা অভিনেত্রীর কথাটাই আগে বলবেন?
আপনার পছন্দের সেই তারকার একটি টুইটে কি কেঁপে উঠে টুইটার? তাহলে চলুন জেনে নিই, আপনার সেই পছন্দের তারকা কতাটা জনপ্রিয়? কতজন অনুসারি রয়েছে তার?
অমিতাভ বচ্চন : গত কয়েক দশক ধরে বলিউড দখল করে আছেন এই অভিনেতা। তাকে বলিউডের শাহেনশা বলা হয়ে থাকে। তবে শুরু থেকে এখন পর্যন্ত তার জনপ্রিয়তায় কোনো ঘাটতি নেই। আর সে প্রমাণ কিন্ত পাওয়া যায় টুইটারে। বলিউডের এই শাহেনশাকে মাইক্রো ব্লগ সাইটে অনুসরণ করেন প্রায় দুই কোটি মানুষ। এত সংখ্যক অনুসারী বলিউডে আর অন্য কারো নেই।
শাহরুখ খান : তিনি বলিউডে বাদশা। কিং খান নামে তার রয়েছে ব্যাপক পরিচিত। এই বাদশার অবস্থান অমিতাভের পরেই। টুইটারে বাদশার ভক্ত অনুসারীর সংখ্যা প্রায় এক কোটি আশি লাখ।
আমির খান : তার অবস্থান একেবারেই নড়বড়ে নন। তিনি টুইটারের জনপ্রিয়তা শাহরুখ খানের পরের অবস্থানে আছেন। অর্থাৎ শাহরুখ ভক্তদের তুলনায় তার ভক্ত সংখ্যা কয়েক লাখ কম। বলিউডের অন্যতম আলোচিত এই অভিনেতার বর্তমান অনুসারীর এক কোটি সত্তর লাখ।
সালমান খান : বলিউড ভাইজান উপরের ওই দুই খানের সমান সমান হতে না পারলেও অবস্থান তাদের কাছাকাছিই। জনপ্রিয়তার দিক দিয়ে কেউ কারো থেকে একেবারে ফেলনা নন। টুইটারেও ঠিক তাই। ভাইজানের অনুসারী বর্তমানে এক কোটি ষাট লাখ। তিনি আছেন জনপ্রিয়তার মাপকাঠিতে চার নাম্বারে।
দীপিকা পাডুকোন : বলিউডের এই অভিনেত্রী বর্তমানে অন্য সকল অভিনেত্রীর থেকেও শীর্ষে অবস্থান করছেন। তার সমকক্ষ এখন বলিউডে কেউ নেই। একসময়কার টেনিস খেলোয়াড় এই তারকার অনুসারীর সংখ্যা এক কোটি ত্রিশ লাখের কিছু বেশি।
হৃত্বিক রোশন : সম্প্রতি তিনি বিবাহিত জীবনের ইতি টেনেছেন। তাতে কি? তিনি কিন্তু এখনও রয়েছেন ভক্তদের হৃদয়ে সেই আগের মতই। বর্তমানে টুইটারে তার অনুসারীর সংখ্যা প্রায় এক কোটি ত্রিশ লাখ।
প্রিয়াঙ্কা চোপড়া : এতদিন বলিউডবাসীর মন মজিয়েছেন। এবার তিনি মন মজাচ্ছেন হলিউডবাসীরও। বর্তমানে তিনি বেশ আলোচিত বলিউড অভিনেত্রী হিসেবে। পেয়েছেন পিপল চয়েস পুরস্কার সহ আরও বেশ কিছু পুরস্কারও। টুইটার বিচারে এই অভিনেত্রী আছেন ৭ম স্থানে। আলোচিত এই অভিনেত্রীর বর্তমান অনুসারীর সংখ্যা সোয়া কোটির বেশি।
৩ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন