বুধবার, ০৩ ফেব্রুয়ারী, ২০১৬, ০৬:৪৪:৫০

আমিরের পর এবার সানি লিওনকে পেতে চান হৃত্বিক

 আমিরের পর এবার সানি লিওনকে পেতে চান হৃত্বিক

বিনোদন ডেস্ক : বলিউডের অন্যতম এক খান সাহেবের সম্মতি আগেই আদায় করে নিয়েছেন। এবার তার দৃষ্টি অন্যদিকে যেতেই পারে। কারণ বলিউডে তাকে টিকে থাকতে হলে সবার সাথে ভাব ভালোবাসা বজায় রেখেই চলতে হবে। আর তাই এবার শোনা যাচ্ছে রোশনের মনের ঘরে প্রবেশ করতে যাচ্ছেন বিতর্কিত অভিনেত্রী সানি লিওন। না, অবাক হবেন না! কারণ হৃত্বিক রোশনের সাথে সিনেমার বিষয় এক প্রকার পাকাপাকি করে পেলেন তিনি!

বলিউডে অখ্যাতদের দিয়ে তার অভিনয়ের পথচলা শুরু হয়েছে। কিন্তু সেখানে থমকে থাকলেই হবেনা তাই এখন তার দৃষ্টি সামনের দিকেই। এবার হৃত্বিক রোশনেও বাজিমাত করতে চলেছেন সানি লিওন। আমির খান তার সঙ্গে কাজ করার ইচ্ছাপ্রকাশ করেছেন কিছুদিন আগে। আর এবার হৃতিক রোশন চাইলেন তার সিনেমায় আইটেম সঙে কোমর দোলান সানি লিওন। সঞ্জয় গুপ্ত পরিচালিত 'কাবিল' সিনেমায় দেখা যেতে পারে সানি লিওনকে। চলতি মাসেই শুরু হতে পারে শ্যুটিংয়ের কাজ।

হৃতিক রোশন অভিনীত এই সিনেমায় সানিকে দেখা যেতে পারে আইটেম নম্বরে। রাকেশ রোশন নিজে কার্যত স্বীকার করে নিয়েছেন এই খবর। যদিও এখনো চূড়ান্ত কিছু সিদ্ধান্ত নেয়া হয়নি বলে জানানো হয়েছে। শোনা যাচ্ছে শুধু আইটেম সঙ নয় হৃতিকের সঙ্গে একটা দৃশ্যে সংলাপও দেবেন সানি।  

কাবিল সিনেমায় হৃতিকের নায়িকার ভূমিকায় থাকবেন ইয়ামি গৌতম। এ ছাড়াও থাকবেন কারিনা কাপুর, পরিণীতি চোপড়া, অানুশকা শর্মা।

শোনা যাচ্ছে হৃতিক কাবিল-এর স্ক্রিপ্ট পরার পর এতটাই উত্তেজিত যে যশরাজ ফিল্মসের থাগ-এর আগে এই সিনেমার কাজ করতে চাইছেন। হৃতিকের হাতে এখন অনেক কাজ। কাবিল, থাগ-এর পর কহো না প্যায়ার হ্যায় তারকা বিজয়কৃষ্ণের পরবর্তী সিনেমার শ্যুটিংয়ের কাজ শুরু করবেন। আশুতোষ গোয়ারেকরের মহেঞ্জোদারো রিলিজ করার কথা ১২ অগাস্ট। এ সিনেমায় রেকর্ড পরিমান পারিশ্রমিক ৫০ কোটি টাকার নিয়েছেন বলে জানা যায়।
৩ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে